রবিবার, ৯ জুলাই, ২০১৭

বিবেকানন্দ ২


বিবেকানন্দ ২



শ্রীবিবেকানন্দকে ঋষি বলা হত না !
তিনি ছিলেন, সন্ন্যাসী !

যেখানে পণ্ডিচেরির শ্রীঅরবিন্দ ছিলেন ঋষি !

বিবেকানন্দ যতদিন বেঁচেছিলেন,  সন্ন্যাসী হিসাবেই,  থেকে গিয়েছিলেন !

ঋষিতে উন্নত হতে পারেন নি !

বিবেকানন্দ কখনো বীর বিবেকানন্দ ! কখনো বীরেশ্বর বিবেকানন্দ !

বিবেকানন্দ,  একজন বড় মাপের,    smart salesman   ছিলেন ! কত জনের কাছে,  যে কতভাবে,  টাকা চেয়েছিলেন ! কিছু টাকা,  অবিশ্যি,  তিনি  বক্তৃতা দিয়ে,  রোজগার করেছিলেন !

ভারতবর্ষ খুব গরিবদের দেশ !
গরিবগুরবো। বিত্তহীন সম্প্রদায়ের বাস !
বিবেকানন্দের কাছ থেকে, সারা পাশ্চাত্য বিশ্ব, তাই জেনেছিল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন