সোমবার, ৩ জুলাই, ২০১৭

স্বামী আত্মস্থানন্দ


স্বামী আত্মস্থানন্দ



রামকৃষ্ণলোক বলে আরেকটা স্বর্গলোক তৈরি হয়েছে !

নতুন লোক তো,  তাই ওখানে মিউনিসিপ্যালি-ফ্যালিটি,  ট্যাপ ওয়াটারের বন্দোবস্ত ইত্যাদি,  এখনো শুরু করাই যায় নি !

তবে স্বামী আত্মস্থানন্দ ওখানে আনন্দেই 'আত্মস্থ' হলেন !

ঠাকুর রামকৃষ্ণদেব,  আত্মস্থানন্দকে,  পরিচয় জেনে,   কাছে টেনে জড়িয়ে ধরলেন !

স্বামী বিবেকানন্দকেও,  আত্মস্থানন্দ,  ঠাকুর রামকৃষ্ণদেবের কাছেই পেয়ে গেলেন !

আত্মস্থানন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দকে ভক্তিভরে প্রণাম করলেন !

ঠাকুর রামকৃষ্ণদেব,  দক্ষিণেশ্বরের কালীবাড়ির কথা জিজ্ঞাসা করলেন !

স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মঠ-মিশনের ব্যাপারে খোঁজ নিলেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন