শনিবার, ৮ জুলাই, ২০১৭

ধর্ম, সনাতন ধর্ম



ধর্ম, সনাতন ধর্ম



প্রকৃত ধর্মের বিনাশ নেই !

যা একক মনুষ্যসৃষ্ট ধর্ম, তার বিনাশ অবশ্যম্ভাবী !

সনাতন ধর্ম,  এককমনুষ্যসৃষ্ট ধর্ম নয় ! সনাতন ধর্ম  'প্রকৃত'  ধর্ম !

প্রকৃত।
সত্য। খাঁটি । বাস্তবিক। আসল !

সনাতন ধর্ম,  বহুজনায় হিতায়ও.  বহুজনায় সুখায়ও-র ধর্ম !


সনাতন ধর্ম,   চিরবহমান ধর্ম ! সনাতন ধর্ম,   কালের ধর্ম ! সনাতন ধর্ম,   চিরবহমানকালের ধর্ম !

কাল,  মহাকালের অংশ !

মহাকাল।
অনন্ত কাল !

সনাতন ধর্ম, অনন্ত মহাকালের ধর্ম !

সনাতন ধর্ম,  চিরবহমান,  অনন্ত,  শুরু এবং শেষশূন্য,  মহাকালের ধর্ম !


সনাতন ধর্ম অনন্ত শক্তিতে ভরপুর !

সনাতন ধর্ম, চলতেই থাকে ! চলতেই থাকে !

সনাতন ধর্ম,  চলতেই থাকবে ! চলতেই থাকবে !

সনাতন ধর্ম,  চির্ উজ্জ্বল ! চির ভাস্বর !

সনাতন ধর্ম,  অবারিত ধর্ম !

অবারিত।
মুক্ত। অবাধ ! বাধ বাধাহীন !

সনাতন ধর্মের অবাধ গতি !

সনাতন ধর্ম,   জীবনের সাথে,  জীবনের জয়যাত্রার সাথে,  সমাজজীবনের সাথে,  জীবিকার সাথে,   ওতোপ্রোত ভাবে জড়িত !

সনাতন ধর্ম,  কালের-মহাকালের  পরিবর্তনে,  কালের-মহাকালের  প্রয়োজনে,   কেবল পরিবর্তিত হয় !


'সিন্ধু' নদের,  'সিন্ধু'  শব্দটার বিকৃত উচ্চারণ থেকে,  সনাতন ধর্মকে,  বিদেশিরা বলতেন,  'হিন্দু'  ধর্ম !

'হিন্দু' শব্দটাকে আমরা মেনে নিয়েছি ! বিদেশিদের আমরা সম্মান জানিয়েছি !

আমাদের ধর্মের নাম, বিদেশিদের দান !

হিন্দুরা কত  liberal !


সনাতন হিন্দু ধর্ম,   পরবর্তিতে সৃষ্ট,   অন্য ধর্মগুলির,  সকল ভালো জিনিসগুলি,   গ্রহণ করেছে !

সনাতন হিন্সু ধর্ম,  পরবর্তিতে সৃষ্ট,   অন্যান্য ধর্মগুলির,  আপাতগ্রাহ্য  'মন্দ' জিনিসগুলি,  গ্রহণ করেনি !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন