সোমবার, ১৭ জুলাই, ২০১৭

ষাঠি


ষাঠি



ষাঠি !
সার্বভৌম ভট্টাচার্যের মেয়ে !
তাঁর স্বামী অমোঘ !

অমোঘ।
ব্যর্থ হয়না এমন !
অব্যর্থ !
সার্থক !

শ্রীমহাপ্রভুর ভোগের আয়োজন দেখে
অমোঘ বলেছিলেন

'যে অন্নে
দশ-বারোজন লোক তৃপ্ত হয়
সে অন্ন খাবেন
একা সন্ন্যাসী !'

তাতে ষাঠির মা
বলেছিলেন
'অমোঘ মরুক !'

'ষাঠি
বিধবা হউক !'

'ষাঠি
শ্রীকৃষ্ণের
শ্রীরাধিকার
মতো

অন্তত

মনে মনে

শ্রীমহাপ্রভুর হোক !'



* সূত্র : 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত', পৃষ্ঠা ১৬৯/২, foot note.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন