বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

অযোধ্যায় রামমন্দির হলে


অযোধ্যায় রামমন্দির হলে



মহাদেব পার্বতীকে বললেন,
" হে পার্বতী !
কেবল এক
রামনাম
বিষ্ণুর সহস্র নামের সমান !"

মহাদেব পার্বতীকে আরও বললেন,
" আমি তাই
'রাম' 'রাম' 'রাম'
এই সংকীর্তন করি !"

মহাদেব পার্বতীর দিকে চেয়ে, স্বগতোক্তি করলেন,
" মনোরম রামচন্দ্রে
আমি রমণ করি.....

আর
পরমানন্দ
লাভ করি !"



অষোধ্যায়
রাম মন্দির হলে,
আমিও
পরমানন্দ
লাভ করব !
এবং
দিনরাত
কেবল,
'রাম' 'রাম' 'রাম'
জপ করব !



* সূত্র : 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত', গীতা প্রেস, পৃষ্ঠা ২৬০।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন