রবিবার, ৩০ জুলাই, ২০১৭

তত্ত্বমসি


তত্ত্বমসি



তত্ত্বমসি।
'তৎ-ত্বম্-অসি'।

আমিই
মৃত্যুহীন জীবন।
আমিই
অনন্ত জ্ঞানস্বরূপ।
আমিই
অনন্ত আনন্দময় সত্তা।
আমিই
অমৃতের পুত্র।

তুমিও ভাই তাই।
তোমরাও তাই।
সকলেই তাই।

'তৎ-ত্বম্-অসি'।
তত্ত্বমসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন