মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

সঙ্গীত ২


সঙ্গীত



প্রাচীন ভারতে,সঙ্গীত, একক ভাবে গাওয়া হত না !

গাওয়া হত মিলিত ভাবে !

যেমন
সামগান !

তবে একক সঙ্গীত, গান শেখার সময়, কেউ গাইতেই পারেন !
একক সঙ্গীত, রেওয়াজ করার সময়, তিনি গাইতেই পারেন !
একক সঙ্গীতে,নিজের গান, নিজেই, শুনতে পারেন !

রেওয়াজ।
অনুশীলন। চর্চা। অভ্যাস।
ওটাই গান শেখার রীতি। প্রথা !
কেউ কেউ গান গাওয়ার আগেও, একটু রেওয়াজ করে নেন !

রেওয়াজি।
নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি সুললিত কণ্ঠ,  সুর ও গান !

গানের সঙ্গে বাজনা থাকে !

সঙ্গত।
গানের সঙ্গে বাজনার মিল !
গানের সঙ্গে সঙ্গতিযুক্ত বাজনা !

সঙ্গতি।
মিল। সামঞ্জস্য !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন