গুরুপূর্ণিমা
আজ গুরুপূর্ণিমা ! গুরুপূর্ণিমা তিথি !
ইংরেজি ৯ জুলাই ২০১৭।
রাতের আঁধারে, আকাশ মেঘমুক্ত থাকলে, দেখা দেবে ইয়াবড় চাঁদ ! আলোতে ঝলমল করবে চর্তুদিক !
প্রাচীন ভারতে, তৎকালীন ভারতের শিক্ষা ব্যবস্থায়, শিয্যকে [ ছাত্রকে ] গুরুগৃহে যেতে হত !
গুরুগৃহে থাকতে হত !
শুরুতে, গুরু শিষ্যকে, স্নান করে আসতে বলতেন !
তারপরে গুরু, মুঞ্জনির্মিত মেখলা অর্থাৎ উপবীত, শিষ্যকে পরিয়ে দিতেন !
শিষ্য গুরুকে প্রণাম করতেন !
গুরুপূর্ণিমা, হিন্দু জৈন বৌদ্ধ ধর্মাবলম্বী, বৃহৎ হিন্দু সম্প্রদায়ের, স্মরণীয় দিন !
গুরুপূর্ণিমার তিথিতে, জন্ম হয়েছিল, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের !
নেপালে গুরুপূর্ণিমার দিনটি, শিক্ষক দিবস !
গৌতম বুদ্ধ, এই গুরুপূর্ণিমার বিশেষ দিনটিতে, কাশীর কাছে, সারনাথে, 'ধর্মচক্র' [ ধম্মচক্র ] প্রবর্তন করেন !
গুরুপূর্ণিমার দিনটা, বৌদ্ধদের কাছে, সেইজন্য, বিশেষভাবে, আলাদাভাবে, স্মরণীয় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন