শনিবার, ৮ জুলাই, ২০১৭

সমাজ, অনুশাসন ও জীবজন্তু


সমাজ, অনুশাসন ও জীবজন্তু



বলা হয়,  অনুশাসন সমাজের !

জীবজন্তুর সমাজ নেই,  কাজেই জীবজন্তুর অনুশাসন নেই !


কে বললো,  জীবজন্তুর সমাজ নেই ?
অনুশাসন নেই ?

জীবজন্তুরও সমাজ আছে !
কিছু কিছু ক্ষেত্রে,  আমরা যে অর্থে অনুশাসন বুঝি,  তাও আছে !

অনেক জীবজন্তুও,  একসাথে,  একত্রে,  বাস করে !

তবে জীবজন্তুর,  নিশ্চিতভাবে,  ফালতু ঈশ্বরভক্তি নেই !

ঈশ্বরভক্তিতে সময় নষ্ট করার,  অফুরন্ত সময়,  তাদের নেই !

জীবজন্তুর ঈশ্বরতত্ত্ব নেই !

জীবজন্তর জগতে 'পুরোহিত' নেই !
তাই পুরোহিত-দের ধান্দাবাজি ও শোযণ নেই !

জীবজন্তুদের মেকি  'ধর্ম' নেই।

সাম্প্রদায়িকতা নেই !

তবে খাদ্য-খাদক সম্পর্ক আছে !

হিংসা আছে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন