বুধবার, ১২ জুলাই, ২০১৭

কণাদের মতে 'মনঃ'


কণাদের মতে  'মনঃ'



আত্মা ও জ্ঞান ইন্দ্রিয়গুলির সঙ্গে, কোন বস্তুর, সান্নিধ্য ঘটলেও, এককালে, সকল ইন্দ্রিয়ের উপযোগী,  জ্ঞান উৎপন্ন হয় না !
বিশেষ ইন্দ্রিয়ের জন্য, কেবলমাত্র, সবিশেষ জ্ঞান উৎপন্ন হয় !
অন্য ইন্দ্রিয়গুলি, তখন জ্ঞান পায় না !
এইরকম ভাবে, বিশেষ ইন্দ্রিয়ের জন্য, বিশেষ জ্ঞানের ভাব, কিংবা অভাব, যার সংযোগে হয়, অথবা, যার অসংযোগে হয় না, তাই, কণাদের মতে, 'মনঃ' !

ইন্দ্রিয়গুলির মধ্যে, 'মন'ই শ্রেষ্ঠ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন