সোমবার, ১০ জুলাই, ২০১৭

গোর্খা ৩


গোর্খা ৩



গোর্খা !

গোর্খারা নেপাল ও উত্তর ভারতের একটি জাতি গোষ্ঠী !

গোর্খা নামটির উৎপত্তি হয়েছে,  আনুমানিক.   খ্রিস্টিয় অষ্টম শতাব্দতে !

হিন্দু যোদ্ধা-সন্ত,  গুরু গোরক্ষনাথের নাম থেকে !

উত্তরাধিকার সূত্রে,  গোর্খারা ভারতীয় !

তবে,  এখন দারজিলিং-এর গোর্খারা যা করছেন,   তা সম্ভবত,  অ-ভারতীয় ! অন্তত অ-পশ্চিমবঙ্গীয় !

কেবল মিছিলে এবং  shouting-এ  হাতে-কাঁধে জাতীয় পতাকা তুলে ধরলেই হয় না,  জাতীয় পতাকার মর্যাদা দিতে হয় !

যতটুকু বুঝি,  যতটুকু বুদ্ধি আছে পুঁজি,  তাতে দারজিলিং-এর  আন্দোলনকারী  গোর্খাদের পক্ষে,   আলাদা  "গোর্খাল্যান্ড" পাওয়া,   কোনদিনই সম্ভব নয় !

ওদের হাবভাব দেখে,   মনে হচ্ছে,   ওরা  " গোর্খাল্যান্ড ",  নামে  আলাদা  দেশ  চাইছে,   গোর্খাল্যান্ড রাজ্য নয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন