বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

ধর্মের সাথে রাজনীতি

ধর্মের সাথে রাজনীতি



ধর্মের সাথে রাজনীতি মেশাবেন না !
এটা কাদের ধারণা ?

খলিফা।
মুসলমান জগতের শ্রেষ্ঠ নৃপতি ও ধর্মনেতার উপাধি।
হজরত মোহম্মদের উত্তরাধিকারী অধিপতি।

খলিফারা একাধারে নৃপতি, অন্যদিকে ধর্মনেতা।

এটা কি ধর্মের সাথে  রাজনীতির  সু-সিদ্ধিকরণ  নয় ?

ধর্মের সাথে রাজনীতির এই মিশ্রণ,  লুঠ,   ভয় দেখানো,  বলপ্রয়োগ,  হিংসা,  নির্যাতন,  হত্যা,  যুদ্ধ,  যুদ্ধবিজয়, জোর জবরদস্তি করে ধর্মান্তরকরণ,   ইত্যাদি সব,  একসাথে,  মুসলিম প্রভাবের,  এবং মুসলিম ধর্মের পরিপূর্তির,  বাণিজ্যকরণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন