শিয়া সুন্নি মুসলমান
শিয়া সুন্নি মুসলমান !
আমার যা অনুভব, আমি তার দিতেছি বয়ান !
শিয়া।
চতুর্থ খলিফা হজরত আলির অনুগামী, মুসলমান সম্প্রদায় !
হজরত আলি, হজরত মোহম্মদের জামাই ও প্রাধান শিষ্য !
শিয়ারা তাজিয়া পর্ব করেন !
তাজিয়া।
করবালা নামক স্থানে, হাসান-হোসেনের যে সমাধিমন্দির আছে, তার প্রতিমা, গোঁয়ারা !
গোঁয়ারা।
মহরম উৎসব !
কারবালা।
কারবালা আন মুকাদ্দাসা।
ইরাকের অন্তর্গত একটি শহর। কারবালা বাগদাদের ১০০ কি.মি দক্ষিণ-পশ্চিমে।
সুন্নি।
যে মুসলমান সম্প্রদায়, হজরত আলির পূর্ববর্তী, তিন জন খলিফাকে মানেন !
মুসলমান।
যাঁরা হজরত মোহম্মদের কথা শোনেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন