বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

প্রাণ


প্রাণ



জগতে
সর্বত্রই
প্রাণরূপী ধর্ম
বর্তমান।

প্রাণে
প্রাণ আছে !
নিষ্প্রাণেও
প্রাণ আছে !

জীবে প্রাণ আছে
জড়তেও
ইঁট-পাথরেরও
প্রাণ আছে !

কোনো প্রাণ
আমরা বুঝি
কোনো প্রাণ অনুভূতিতে
আমরা বুঝি না !

সকল বস্তুই
এক প্রাণরূপী
ধর্ম
ধারণ করে আছে !

বা প্রাণরূপী
ধর্ম
শোষণ করে
আছে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন