বাণরাজার বাড়ি
জনশ্রুতি এই যে, পুরাণের বাণরাজার বাড়ি ছিল, দিনাজপুরে !
দিনাজপুর নয়কো অনেক দূরে !
একবার বেড়িয়ে আসতে পারেন !
শ্রীকৃষ্ণ পুত্র অনিরুদ্ধ কর্তৃক, বাণরাজার কন্যা ঊষাকে হরণ করার কালে, শ্রীকৃষ্ণ নিজেই দিনাজপুরে উপস্থিত ছিলেন !
তখনকার কিছু কিছু স্মারক চিহ্ন তখনও দিনাজপুরে ছিল, যখন শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সেখানে গিয়েছিলেন, এবং তা দর্শন করেছিলেন !
ওই স্থানের তখনকার নাম ছিল, কানাই-এর নাটশালা !
মাঝে কিছুদিন ওখানে বসত পাঠশালা !
* সূত্র : 'শ্রীশ্রীকৃষ্ণচরিতামৃত', পৃষ্ঠা ১৭৩/২। নিচে পাদটিকায়।
জনশ্রুতি এই যে, পুরাণের বাণরাজার বাড়ি ছিল, দিনাজপুরে !
দিনাজপুর নয়কো অনেক দূরে !
একবার বেড়িয়ে আসতে পারেন !
শ্রীকৃষ্ণ পুত্র অনিরুদ্ধ কর্তৃক, বাণরাজার কন্যা ঊষাকে হরণ করার কালে, শ্রীকৃষ্ণ নিজেই দিনাজপুরে উপস্থিত ছিলেন !
তখনকার কিছু কিছু স্মারক চিহ্ন তখনও দিনাজপুরে ছিল, যখন শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সেখানে গিয়েছিলেন, এবং তা দর্শন করেছিলেন !
ওই স্থানের তখনকার নাম ছিল, কানাই-এর নাটশালা !
মাঝে কিছুদিন ওখানে বসত পাঠশালা !
* সূত্র : 'শ্রীশ্রীকৃষ্ণচরিতামৃত', পৃষ্ঠা ১৭৩/২। নিচে পাদটিকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন