শনিবার, ১৫ জুলাই, ২০১৭

গোরক্ষক


গোরক্ষক



কাশ্মীরে
গোরক্ষকদের
পাঠানো হোক !

গোরক্ষকরা তো
রাখাল !

আদি কৃষ্ণের
বংশধর !


নিরীহ মুসলমানদের
না পিটিয়ে

গোরক্ষকরা
জঙ্গিদের
মোকাবিলা করুক !

প্রয়োজনে
জঙ্গিদের সাথে
যুদ্ধ করুক !

জঙ্গিদের মারুক !


এবার গোরুর জন্য নয়
দেশের জন্য
গোরক্ষকরা
মরুক !

তাতে
তাদের
পুন্যি হবে !

অক্ষৌহিণী সৈন্যদের মতো,
বিজয় প্রাপ্ত হোক !

নয় তো
নিজেরা মরুক !

অক্ষৌহিণী !
পুরাণ অনুসারে
১০৯৩৫০জন পদাতিক
৬৫৬১০টি ঘোড়া
২১৮৭০টি হাতি
২১৮৭০টি রথ নিয়ে
মোট ২১৮৭০০ চতুরঙ্গ
সেনাবিশিষ্ট
যুদ্ধ-বাহিনী !

প্রতিটি ঘোড়া পিছু
একজন সওয়ার !

প্রতিটি হাতি পিছু
একজন সওয়ারি !

প্রতিটি রথ পিছু
এরজন রথী !

এখন
প্রশ্ন হচ্ছে
গোনার কাজটা
করত কে ?

চতুরঙ্গ।
হস্তী অশ্ব রথ ও পদাতিক
এই চার
শাখাবিশিষ্ট
সেনা !

অক্ষৌহিণী বলতে
আবার
অনেকে বলতে চান
প্রচুর সংখ্যক
সেনা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন