শনিবার, ৮ জুলাই, ২০১৭

পঞ্চভূত পঞ্চতত্ত্ব


পঞ্চভূত পঞ্চতত্ত্ব



পঞ্চভূতের সমষ্টি আমাদের এই দেহ !

পঞ্চভূতগুলি
ক্ষিতি
অপ
তেজ
মরুৎ
ব্যোম।

আমাদের দেহে, পঞ্চভূতের স্থান

মূলাধার চক্রে  ক্ষিতিতত্ত্ব !
স্বাধিস্থান চক্রে  জলতত্ত্ব !
মণিপুর চক্রে  তেজস্‌তত্ত্ব !
অনাহত চক্রে  বায়ুতত্ত্ব !
বিশুদ্ধ চক্রে  ব্যোমতত্ত্ব !

তার ঊর্ধ্বে  তত্ত্বাতীত তত্ত্ব !

দেহে যে পঞ্চতত্ত্ব বিদ্যমান,  বৃহৎ ব্রহ্মাণ্ডেও,   সেই একই পঞ্চতত্ত্ব !

দেহের পঞ্চতত্ত্বের পরিধি বাড়িয়ে নিয়ে যেতে পারলে,  একসময়ে ব্রহ্মাণ্ডের পঞ্চতত্ত্বের পরিধি ছুঁতে পারবেন ! তারপর ছুঁতে পারবেন, ঈশ্বরের পঞ্চতত্ত্বের পরিধি !
তখন আপনি ভগবানকে পেয়ে যাবেন !
জানতে পারবেন, ঈশ্বরই ভগবান !
তখন আপনি নিজেই হয়ে যাবেন মহান !




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন