সোমবার, ৩১ জুলাই, ২০১৭

BSNL 2


BSNL 2




BSNL-এর
INTERNET CONNECTION !


EXTREMELY BAD !
EXTREMELY BAD !
EXTREMELY BAD !

BAD !
BAD !
BAD !

মোদিজি কি জানেন ?

BSNL


BSNL



BSNL-এর  LAND PHONE যদি  DEAD হয়ে যায়, তবে তা ঠি করতে,   BSNL-এর  10 দিন সময় লেগে যায় !


হায় ! হায় !


BSNL হায় ! হায় !

মোদিজি কি জানেন ?

বিবেকানন্দ ৩


বিবেকানন্দ ৩



বিবেকানন্দকে
স্বামী বলা হত !

তিনি সন্ন্যাসী !

এখন দেখছি
ওঁনাকে
ঋষি বলা
হচ্ছে !

শুধু ঋষি নয়
একেবারে
ঋষিশ্রেষ্ঠ  !

এই বিশেষণ
যথেষ্ট বলিষ্ঠ
এবং বরিষ্ঠ !



সূত্র : তত্ত্বমসি, বৈশাখ, ১৪২৪, পৃষ্ঠা-চার।

বিড়ি


বিড়ি



দীপঙ্কর বিড়ি।
DIPANKAR BIDI
PROP. D. DEBNATH
Vill. Banbania, Habra, N. 24 Pgs.
REG, NO.ATTPD6944LEMOO1

প্যাকেটে
Manufacturing Date নেই !
Expiry Date নেই !
কটা বিড়ি থাকবে, লেখা নেই !
দাম কত লেখা নেই !
বিধিবদ্ধ সতর্কীকরণ নেই !
Reg. No. লাগু আছে কি ? ওটা দেখুন !

এখন তো  GST লাগু হয়ে গেছে !

পশ্চিমবঙ্গ সরকার, উত্তর ২৪ পরগনার জেলা ম্যাজিসট্রেট এবং কেন্দ্রীয় সরকার, ব্যাপারটা দেখবেন কি ?




রবিবার, ৩০ জুলাই, ২০১৭

মন ও আত্মা


মন ও আত্মা



মন
আত্মার যন্ত্রবিশেষ !

মনের অন্তর্দৃষ্টি
রয়েছে।

মনের অন্তর্দৃষ্টির
শক্তিতে

আমরা
আত্মার
গভীরতম প্রদেশ
দেখতে পাই।


দেখি
আ্ত্মা তুমি
অথৈ...অথৈ...
অথই..

তত্ত্বমসি


তত্ত্বমসি



তত্ত্বমসি।
'তৎ-ত্বম্-অসি'।

আমিই
মৃত্যুহীন জীবন।
আমিই
অনন্ত জ্ঞানস্বরূপ।
আমিই
অনন্ত আনন্দময় সত্তা।
আমিই
অমৃতের পুত্র।

তুমিও ভাই তাই।
তোমরাও তাই।
সকলেই তাই।

'তৎ-ত্বম্-অসি'।
তত্ত্বমসি।

স্বীকারোক্তি


স্বীকারোক্তি
 
 
 
ডাক্তারবাবুরা !
ডাক্তারদিদিমণিরা ! 

আমি
আটত্রিশ
বছর ধরে
allied profession-এ
কাজ করেছি !

Patient-দের
কথা
শুনুন !

অনেক কিছু
শিখতে
পারবেন !

আমি তো
'মাল' লিখুন
পর্যায়ের
ছিলাম না !

আজীবন
চিকিৎসা সংক্রান্ত
অনেক ব্যাপার
আপনাদের কাছ
থেকেই
শিখেছি !

অনেক ভালো
ডাক্তার ছিলেন !
 
তাঁরা
মানুষ ছিলেন !

তাঁরা
আমাকে
অনেক ভাবে
সমৃদ্ধ করেছিলেন !





বেওকুফ


বেওকুফ



বেওকুফ !
লোকগুলো সব
গান্ধিভক্ত !
 
সব
অহিংসার 
তল্পিবাহক !
 
কেউ কেউ আবার
রাম-হনুমানের 
ভক্ত !

চনমন চনচন
করে ওঠে
আমার রক্ত !

আজান


আজান



তুমি যদি
হয়ে থাকো
ভরতের
সমন্বয়-এর
তীর্থযাত্রী

তবে তোমাকে
নিশ্চিত ভাবে
অন্যমতকে
সম্মান
করতে হবে !

তাই তো
যখন-তখন
তোমাকে
'আজান'
শুনতে হবে !

ও হে ! বৃদ্ধ ব্যক্তি !


ও হে ! বৃদ্ধ বক্তি !



ও হে ! বৃদ্ধ ব্যক্তি !
তোমার মন্দির ছিল
সংসদ !

তুমি তো
দুর্গা পূজা
করতে !

দুর্গা স্তোস্ত্র
পড়তে !

দুর্গা ঠাকুর তো
করেন
অসুর-দলন !

তুমি তো
অসুদের
দলন করোই-নি

বরং

অসুরদের
সারা গায়ে
মলম লাগিয়েছ !

ঐ ভাবে
কাল
কাটিয়েছ !

বিদায়ক্ষণে...








বিদায়ক্ষণে...



রাষ্ট্রপতি
প্রণব মুখার্জি
বিদায়ক্ষণে
সামাজিক একতার
আশাবাদকে
জাগ্রত করে
রাখলেন !

স্বপ্নের ছবি
আঁকলেন !

তবে
রাষ্ট্রীয় একতার
নব্য আশাবাদ
সম্বন্ধে
কিছুই
বললেন না !

তাঁর
পুরনো চিন্তা-ভাবনার
বাইরে
তিনি
একটুও
সরলেন না !

মাননীয় প্রণব মুখার্জি-জি


মাননীয় প্রণব মুখার্জি-জি



মাননীয়
প্রণব মুখার্জি-জি !

৫০ বছর ধরে আপনার ধর্মগ্রন্থ ছিল সংবিধান !
আপনার মন্দির ছিল সংসদ !

তাহলে তো আপনি রাজনৈতিক-ব্রাহ্মণ হয়েছেন সত্তরের দশকে !
ধর্মগ্রন্থ পেয়েছেন পঞ্চাশের দশকে !

আপনার জীবন গড়ে উঠেছে, চুরুটে এবং চাণক্যে !
আপনার জীবন উঠে আসুক 'শতকে' !

এখন কি আপনি রাজনৈতিক-সন্ন্যাসের পথে ?

শনিবার, ২৯ জুলাই, ২০১৭

মমতার নিন্দা


মমতার নিন্দা



মমতা
সব জানেন !

কি
জানেন না !

ছলে-বলে-কৌশলে
ন্যায়ে-অন্যায়ে
জিততে জানেন !

তবে
নিন্দা করছি !

উনি
হারতে জানেন
না !

যে মালা


যে মালা



যে মালা

গলায় ধরা
যায় না !

গলায় পরা
যায় না !

একাধিক লোক
ধরে থাকে

সে মালা
মালা নয় !

শালা !

শপথবাক্য


শপথবাক্য



নতুন রাষ্ট্রপতি, শ্রী রামনাথ কোবিন্দকে, শপথবাক্য পাঠ করালেন, ভারতের প্রধান বিচারপতি, শ্রীযুক্ত জে এস খেহর !

আসলে কি হতে হোত ?

মাননীয় প্রধান বিচারপতি, দাঁড়িয়ে থাকতেন, তদারকি করতেন,  ভাবী রাষ্ট্রপতি নিজেই শপথবাক্য পাঠ করতেন !

শুরু থেকেই, মাননীয় রা্ষ্ট্রপতিকে, স্বাবলম্বী হতে হবে !

তবেই না ভারতরাষ্ট্র মহান হবে !

Spoon feeding-ও  বন্ধ হবে !


ঈশ্বর ভুল করেছেন


ঈশ্বর ভুল করেছেন



ঈশ্বর একটা
ভুল করেছেন !

ঈশ্বর
গেরুয়া রঙ
তৈরি করেছেন

কিন্তু
গেরুয়া ফুল
তৈরি
করেন নি !

বিজেপি-রা
কি ফুলে
ভারতমাতাকে
পূজা করবেন ?

তাহলে
কি করে
ভারত মাতার
আত্মাকে ধরবেন ?

অহিংসা বনাম ক্ষাত্রধর্ম


অহিংসা বনাম ক্ষাত্রধর্ম



অহিংসা
শক্তির প্রমাণ
নয় !

ওটা
প্রমাদ !

ক্ষাত্রশক্তির
প্রমাণ
না থাকলে
অহিংসা
বেমানান !

ভারত এবং হিন্দু


ভারত এবং হিন্দু



ভারতের আত্মা
সহিষ্ণুতা !
বহু্ত্ববাদ !
ধর্ম নিরপেক্ষতা !
সমাজতন্ত্র !


কিছু কিছু
মানুষের
অমানুষের
জঙ্গিতন্ত্র !


মুসলিম
তোষণ !

হিন্দুরা
তোমরা গিয়ে
বসো

পিছনের আসন !

কারবালার যুদ্ধ


কারবালার যুদ্ধ



কুরুক্ষেত্রের যুদ্ধে
সত্য ন্যায় এবং
ধর্মের
জয় হয়েছিল !

বর্তমান ইরাক-এর
কারবালার
আগেকার যুদ্ধে
কিন্তু
হজরত মোহম্মদের
নাতির
জয় হয় নি !

তাঁর এবং
অন্যান্যদের
মৃত্যু
ঘটেছিল !

ওখানে
সত্য ন্যায় এবং
ন্যায়ধর্মের
পরাজয়
ঘটেছিল !

সেখানে
শ্রীকৃষ্ণের মতো
কোনো
অলৌকিক ব্যক্তিত্বের
উপস্থিতি
ছিল না !

শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

তোয়ালে মাথায় তোল


তোয়ালে মাথায় তোল


বিজেপি হিম্দু পার্টি !

ন্যাশনাল কনফারেন্স
ধর্মনিরপেক্ষ !

ভারতবর্ষও
ধর্মনিরপেক্ষ !

কি করে
ভারত
ধর্ম নিরপেক্ষ
হল ?

তোয়ালে
মাথায়
তোল !

আরএসএস-এর আজগুবি ভাবনা


আরএসএস-এর আজগুবি ভাবনা


রবীন্দ্র ভাবনায়
জাতীয়তাবাদ
আর মানবতাবাদের
মধ্যে ফাটল !

মির্জা গালিবের কবিতা।

চিত্রকর মুকবুল ফিদা হুসেনের আত্মজীবনী।

ধর্মীয় বিদ্বেষমূলক
একপেশে
ও ভিত্তিহীন !

কিছু রাখা যাবে না !

আরএসএস-এর
অশিক্ষিত
আজগুবি
বায়না !

আরএসএস-এর আজগুবি ভাবনা


আরএসএস-এর আজগুবি ভাবনা


রবীন্দ্র ভাবনায়
জাতীয়তাবাদ
আর মানবতাবাদের
মধ্যে ফাটল !

মির্জা গালিবের কবিতা।

চিত্রকর মুকবুল ফিদা হুসেনের আত্মজীবনী।

ধর্মীয় বিদ্বেষমূলক
একপেশে
ও ভিত্তিহীন !

কিছু রাখা যাবে না !

আরএসএস-এর
অশিক্ষিত
আজগুবি
বায়না !

আরএসএস-এর আজগুবি ভাবনা


আরএসএস-এর আজগুবি ভাবনা


রবীন্দ্র ভাবনায়
জাতীয়তাবাদ
আর মানবতাবাদের
মধ্যে ফাটল !

মির্জা গালিবের কবিতা।

চিত্রকর মুকবুল ফিদা হুসেনের আত্মজীবনী।

ধর্মীয় বিদ্বেষমূলক
একপেশে
ও ভিত্তিহীন !

কিছু রাখা যাবে না !

আরএসএস-এর
অশিক্ষিত
আজগুবি
বায়না !

ফলকর


ফলকর


ফলকর !
fruit-tax ! 

শীঘ্রই
সম্ভবত
কেন্দ্রীয় সরকার

বসাতে চলেছে
এই
tax !

সাবধান !

ফল খাওয়া
বন্ধ করুন !

নয়তো
ভবিষ্যতে

ফল খাওয়ার
অ্ভ্যাসের বশে

গুনতে হবে
এই
tax !

ফল খান


ফল খান


ফল খান !
ফলভাগী
ফলভাগিনী
হন !

fruit eating !

frugivorous !

সবাই আপনাকে
'ফ্রুজিভোরাস' বলে
ডাকবে !

অনেকেই
আপনার সাথে
থাকবে !

 

ফলভোগ


ফলভোগ


ফলভোগ !
ওটা  effect-এর
বদ  effect  নয় !
ওটা ফলখাওয়ার
effect !

শরীর
সুস্থ থাকবে !

মন
ভালো থাকবে !

শরীরে
চাকচিক্য বাড়বে !

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

গোর্খারা জানে না


গোর্খারা জানে না



গোর্খারা জানে না

একদিন দারজিলিং
পাহাড়
যেমন জেগে উঠেছিল

তেমন একদিন
ধ্বসেও যাবে !

তখন গোর্খাল্যাণ্ড নিয়ে
আর কি হবে ?                                                       
তখন তো
আমাদের এই
সমতলেই
নেমে আসতে হবে !

একসাথে
থাকতে হবে !

বাংলাও
শিখতে হবে !


Rectum


Rectum


কেউ  rectum  নিয়ে
কবিতা লেখেন নি !
এবার এসেছে
আমার  turn !
লিখতে পারলে
সেটা হবে এক
বিরাট  fun !
 
Rectum
the terminal part
of the large intestine !
 
Fine !

ধর্ম ২


ধর্ম



যা ধারণ করে
তা ধর্ম !

যাকে ধারণ করে
তাও ধর্ম !

প্রতিটি বস্তুর
নিজস্ব
ধর্ম আছে !

ধর্মের
পরিবর্তন হলে
বস্তুরও
পরিবর্তন
হয়ে যায় !

বাহ্য
পরিবর্তন
ঘটে !

আণবিক
পারমাণবিক
গঠনেরও
পরিবর্তনও
ঘটে !

তখন
বস্তুর
যৌগিক অণুগুলির
এবং মৌলিক অণুগুলির

অন্তভুক্ত
পরমাণুগুলির
Atomic Number-ও
পরিবর্তন
হয়ে যায় !

বুধবার, ২৬ জুলাই, ২০১৭

অপদেবতা


অপদেবতা


অপদেবতা !

অপকৃষ্ট দেবতা !

তাঁরা
দেবতাদের থেকে
হীন

তবে তাঁরাও
দেবযোনি !

কারণ
দেবতারাই
ওঁদের
আদিকারণ !

দেবযোনি।
দেবযোনিতে
উৎপত্তিতে
অদিকারণ যাঁদের

তারা
দেবাংশ !

দেব-দের
ভুলেভালে অংশ !

তাঁরা
দেব-দের ভুলেভালে
বংশ !

যেমন
যক্ষ
রক্ষ
গন্ধর্ব
অপ্সরা
বিদ্যাধর
কিন্নর
গুহ্যক
সিদ্ধ
প্রভৃতি !

ব্যুষিতাশ্ব


ব্যুষিতাশ্ব



যাঁর মৃতদেহ
নিঃসন্তান পত্নী ভদ্রার গর্ভে
সন্তান
উৎপাদন করেছিল
তিনি ব্যুষিতাশ্ব !

ব্যাপারটা হতে পারে
ডিম্ব পাড়া অশ্ব !

তবে ব্যাপারটার পেছনে
semen preservation
এবং
artificial insemination
নেই তো ?

হয়তো !

মৃত্যু দেবতার পূজা


মৃত্যু দেবতার পূজা




আমাদের জন্মের ক্লেশ ছিল !
মৃত্যুরও ক্লেশ থাকবে !

আমাদের যেমন
বিবেক থাকবে
তেমন
অবিবেকও থাকবে !

মৃত্যু সকলের কাছেই
মৃত্যু দেবতার হানা !

সেই মৃত্যু দেবতার
পূজা করতে
কই
কাউকে তো দেখিনা !

নরবলি


নরবলি



মানষ
নরমাংস খায় ?
হ্যাঁ, খায় !
কিংবা খেত !
না ! এখনো খায় !

কাপালিকেরা
মৃত
অর্ধদগ্ধ
মানব শরীরের
মাথা ফাটিয়ে
মাথার ঘিলু
খায় !
হ্যাঁ, খায় !

কাপালিক।
নরকপালধারী
ও শ্মশানবাসী
বামাচারী
হিন্দু তান্ত্রিক !

ষুদ্ধে
হিংসার বশবর্তী
হয়ে
যোদ্ধারা
কোনো কোনো সময়ে
অপরপক্ষীয় যোদ্ধাদের
নরমাংস 
রান্না করে খায় !
হ্যাঁ, খায় !

কখনো কখনো
বীভৎস
ধর্মীয় অনুষ্ঠানে
এখনোও
নরবলি
হয় !

সেটা কি
শুধুই
বলি ?

আর তার মাংস ?
সেটা শুধুই
অঞ্জলি ?
না
সেটাও আহার্য !



* বিবেক-১০/৩৩৯/১৭

সোমবার, ২৪ জুলাই, ২০১৭

তাড়াহুড়ায় কোন কাজ করে যায় না


তাড়াহুড়ায় কোন কাজ করা যায় না



আমি তো
মরব না !

আমি তোমাদের
মধ্যে
বেঁচে থাকব !

তোমরা মরলে
তবেই আমি
মরব !

আমার
তাড়াহুড়া নেই !

তাড়াহুড়ায়
কোন কাজ

ভালো করে
করা যায় না !




রবিবার, ২৩ জুলাই, ২০১৭

বিদুর নীতি


বিদুর নীতি



বিদুর নীতি সম্বন্ধে,  মহাভারতের উদ্যোগ পর্বের,  ৩৩ থেকে ৪০ পর্যন্ত,  আটটি  অধ্যায়ে,  উল্লেখ আছে !
আ্গ্রহীরা চাইলে,  সেই আটটি অধ্যায়,   অধ্যয়ন ও মনন করতে পারেন !

শনিবার, ২২ জুলাই, ২০১৭

কুক্কুটীব্রত


কুক্কুটীব্রত



কুক্কুট পুরুষ।
স্ত্রী কুক্কুটী।

'কুক্কু' 'কুক্কু' রব হেতু
কুক্কুট নামকরণ !

জল কুক্কুট।
গৃহ কুক্কুট।
অরণ্য কুক্কুট।
গ্রাম্য কুক্কুট।

কুক্কুটীর
অবন্ধ্যত্ব হেতু
ব্রতের
ঐ রূপ নামকরণ !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোশ', পৃষ্ঠা ৬৩৭।

চারাপোনা


চারাপোনা



পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়,  ভাগীরথী নদীতে,  ২০ দিন ধরে, বিভিন্ন প্রজাতির,  এক লক্ষেরও বেশি,  চারাপোনা ছাড়ল,  জেলার মৎস্য দপ্তর !

কেউ কি গুনতে চাইল ?

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

অযোধ্যায় রামমন্দির হলে


অযোধ্যায় রামমন্দির হলে



মহাদেব পার্বতীকে বললেন,
" হে পার্বতী !
কেবল এক
রামনাম
বিষ্ণুর সহস্র নামের সমান !"

মহাদেব পার্বতীকে আরও বললেন,
" আমি তাই
'রাম' 'রাম' 'রাম'
এই সংকীর্তন করি !"

মহাদেব পার্বতীর দিকে চেয়ে, স্বগতোক্তি করলেন,
" মনোরম রামচন্দ্রে
আমি রমণ করি.....

আর
পরমানন্দ
লাভ করি !"



অষোধ্যায়
রাম মন্দির হলে,
আমিও
পরমানন্দ
লাভ করব !
এবং
দিনরাত
কেবল,
'রাম' 'রাম' 'রাম'
জপ করব !



* সূত্র : 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত', গীতা প্রেস, পৃষ্ঠা ২৬০।

"ওম্"


"ওম্"



"ওম্"
শব্দটি
একটি  'অব্যয়' !

ওখান থেকে করতে পারবে না
কেউ
কোন কানাকড়িও 'ব্যয়' !

"ওম্" থেকে
রোজগারপাতিও
হবে না !

কাজেই
পুরুতরা
"ওম্"-এর সামনে কেউ

অকারণে
সারাদিন
বসে থাকবে না !

মন্ত্রী-আমলাদের আর তেল দেওয়া যাবে না !


মন্ত্রী-আমলাদের আর তেল দেওয়া যাবে না !



১৯৬৭ সালের ওয়েস্ট বেঙ্গল লুব্রিকেটিং অয়েল লাইসেন্সিং অর্ডার অসাংবিধানিক !
ঐ আইন বলে, যে মন্ত্রী-আমলাদের এতদিন  'তেল'  দেওয়া হোত,  তাও অসাংবিধানিক !
-- কোর্টের রায় !

কাজেই,  মন্ত্রী-অামলাদের আর তেল যাওয়া যাবে না !

ব্যাপারটা জানুন !

নিজের ব্যবস্থা নিজেই করুন !

ব্যাপারটা সকরুণ ?

সিগারেটে সেস


সিগারেটে সেস



সিগারেটে  ২৮ শতাংশ হারে করের ওপর, অতিরিক্ত বোঝা বাড়াল, সেস হিসাবে, জিএসটি কাউন্সিল !
করের আসল হিসাবটা করে ফেলুন, হাতে ধরুন, পেন্সিল !

বুধবার, ১৯ জুলাই, ২০১৭

শাব্দিক


শাব্দিক



শাব্দিক।
শব্দশাস্ত্রজ্ঞ।
বৈয়াকরণ।

১। ইন্দ্র
২। চন্দ্র
৩। কাশকৃৎস্ন
৪। আপীশনি
৫। শকটায়ন
৬। পাণিনী
৭। ডামর
৮। জৈনেন্দ্র

এই আটজনকে
শাব্দিক বলে !



শব্দবেধী


শব্দবেধী



শব্দবেধী।
শব্দভেদী।

বাণ
বিশেষ।

শব্দ শুনে
অদৃশ্য
লক্ষ্যবেধক।

শব্দ শুনে
অদৃশ্য
লক্ষ্যভেদক।

দুজনের নাম
পাওয়া যায়।

রাজা দশরথ।
অর্জুন।

শব্দবহ


শব্দবহ



শব্দবহ !
শব্দবহনকারী !
আকাশ !
বায়ু !

ধুত্তোরী !

যেমন।
রেডিও।
ফোন !
টিভি !

ইন্টারনেট !
এইগুলি ?

 

শব্দ


শব্দ



শব্দ !
ধ্বনি।
রব।
জনরব।
কলরব।
গুজব !

শব্দ !
নিঃস্বন।
গর্জন।

শব্দ।
শোত্রগ্রাহ্য
আকাশগুণ !

শব্দ
দু'রকমের !

ধ্বনি ও বর্ণ !

এমনি শব্দ
ধ্বনি !

ভাষারূপ শব্দ
'বর্ণ' !

শব্দবিষয়ক গ্রাহক
'কর্ণ' !

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

একক দঙ্গীত


একক সঙ্গীত



যে হেতু সঙ্গীতে
গানের সাথে বাজনা থাকে
তাই সত্যি সত্যি
'একক সঙ্গীত'
হয় না !

যেখানে কেউ একা
গাইবেন
তিনি
একক ভাবে
সঙ্গীত গাইতেই পারেন !

তবে যেহেতু সাথে বাজনা থাকে
তাই
সেটাও
একক সঙ্গীত
হয় না !

একাধিক
গায়ক/গায়িকা
থাকলে
'সমবেত' কণ্ঠে
সঙ্গীত !

আবার
'সমবেত' বাজনাও হয় !
সেটা আমরা
খেয়াল
করি না !

সঙ্গীত ২


সঙ্গীত



প্রাচীন ভারতে,সঙ্গীত, একক ভাবে গাওয়া হত না !

গাওয়া হত মিলিত ভাবে !

যেমন
সামগান !

তবে একক সঙ্গীত, গান শেখার সময়, কেউ গাইতেই পারেন !
একক সঙ্গীত, রেওয়াজ করার সময়, তিনি গাইতেই পারেন !
একক সঙ্গীতে,নিজের গান, নিজেই, শুনতে পারেন !

রেওয়াজ।
অনুশীলন। চর্চা। অভ্যাস।
ওটাই গান শেখার রীতি। প্রথা !
কেউ কেউ গান গাওয়ার আগেও, একটু রেওয়াজ করে নেন !

রেওয়াজি।
নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি সুললিত কণ্ঠ,  সুর ও গান !

গানের সঙ্গে বাজনা থাকে !

সঙ্গত।
গানের সঙ্গে বাজনার মিল !
গানের সঙ্গে সঙ্গতিযুক্ত বাজনা !

সঙ্গতি।
মিল। সামঞ্জস্য !

বসিরহাট


বসিরহাট



বসিরহাটের গণ্ডগোলে
অনুমোদনহীন
খারিজি মাদ্রাসাগুলির
গুরুত্বপূর্ণ ভূমিকা
খুঁজে পেল
এন.আই.এ !

এন.আই.এ-র
কর্মকর্তাদের দেখে
গণ্ডোগোলের
কান্ডারিরা
ছুটে গেল
বাহ্যে !

বেশি লম্বা হবেন না !


বেশি লম্বা হবেন না !



সিগারেটের দৈর্ঘের অনুপাতে, জিএসটির ওপর আবার অতিরিক্ত সেস বসতে চলেছে !
বসাচ্ছেন কেন্দ্রীয় সরকার !

কাজেই বেশি লম্বা হবেন না !

মাথায় চৌকাঠের ওপর পার্টির গুঁতো খাবেন !

আবার কবে, আপনার লম্বা হওয়ার দরুন, কেন্দ্রীয় সরকার, সিগারেটের মতোন, আপনার ওপর সেস  বসিয়ে ফেলবেন !

চৌকাঠ।
কপাটের আধার !
কপাট-জানালার চারিপাশের কাঠ ! কাঠের চৌকো ফ্রেম !

কপাট।
দরজার পাল্লা !
কবাট !


সোমবার, ১৭ জুলাই, ২০১৭

পৃথিবীর হতাশা পৃথিবীর যৌনতা !


পৃথিবীর হতাশা  পৃথিবীর যৌনতা !



পৃথিবী
যে তার
কক্ষপথে ঘুরছে

সেটা
পৃথিবীর
হতাশা !


পৃথিবী
যে তার
অক্ষে ঘুরছে

সেটা
পৃথিবীর
যৌনতা !

সৌরভ


সৌরভ



বালুরঘাটে
সৌরভের
গৌরব ম্লান !

ভালো হত
সৌরভের মূর্তিটি
যেখানে থাকত

সৌরভ
যদি
সেখানেই
লাগাতার
দাঁড়িয়ে থাকতেন !

অন্যেরা
সৌরভের গলায়
মালা দিতেন !

অন্য সবাই মিলে
হাততালি
দিতেন !

সৌরভ নিজেও
হাততালি দিয়ে
হাততালি কুড়োতেন !

হাততালি দিয়ে
সৌরভ
দুই হাতই
ফাটাতেন !

বাণরাজার বাড়ি

বাণরাজার বাড়ি




জনশ্রুতি এই যে, পুরাণের বাণরাজার বাড়ি ছিল, দিনাজপুরে !

দিনাজপুর নয়কো অনেক দূরে !

একবার বেড়িয়ে আসতে পারেন !

শ্রীকৃষ্ণ পুত্র অনিরুদ্ধ কর্তৃক, বাণরাজার কন্যা ঊষাকে হরণ করার কালে, শ্রীকৃষ্ণ নিজেই দিনাজপুরে উপস্থিত ছিলেন !

তখনকার কিছু কিছু স্মারক চিহ্ন তখনও দিনাজপুরে ছিল, যখন শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সেখানে গিয়েছিলেন, এবং তা দর্শন করেছিলেন !

ওই স্থানের তখনকার  নাম ছিল, কানাই-এর নাটশালা !

মাঝে কিছুদিন ওখানে বসত পাঠশালা !



* সূত্র : 'শ্রীশ্রীকৃষ্ণচরিতামৃত', পৃষ্ঠা ১৭৩/২। নিচে পাদটিকায়।

ষাঠি


ষাঠি



ষাঠি !
সার্বভৌম ভট্টাচার্যের মেয়ে !
তাঁর স্বামী অমোঘ !

অমোঘ।
ব্যর্থ হয়না এমন !
অব্যর্থ !
সার্থক !

শ্রীমহাপ্রভুর ভোগের আয়োজন দেখে
অমোঘ বলেছিলেন

'যে অন্নে
দশ-বারোজন লোক তৃপ্ত হয়
সে অন্ন খাবেন
একা সন্ন্যাসী !'

তাতে ষাঠির মা
বলেছিলেন
'অমোঘ মরুক !'

'ষাঠি
বিধবা হউক !'

'ষাঠি
শ্রীকৃষ্ণের
শ্রীরাধিকার
মতো

অন্তত

মনে মনে

শ্রীমহাপ্রভুর হোক !'



* সূত্র : 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত', পৃষ্ঠা ১৬৯/২, foot note.

রবিবার, ১৬ জুলাই, ২০১৭

রাম-সীতা


রাম-সীতা



জগজ্জননী সীতাদেবীকে
কি
রাবণ রাক্ষস
হরণ করেছিলেন ?

কিন্তু কূর্মপুরাণে
যে
লেখা আছে
রাবণ
মায়াসীতাকে
হরণ করেছিলেন !

প্রকৃত
সীতাকে
নয় !

তাই রাম-সীতা
এক সাথেই ছিলেন !

লক্ষ্মণও
সঙ্গে ছিলেন !

চলতি রামায়ণ
তাই
মিথ্যা  myth-এ
পর্যবসিত হল !

Myth !
কোন গূঢ় রহস্যের
ব্যাখ্যাপূর্ণ
পৌরাণিক কাহিনী !

অতিকথা ! অতিকথন !
তাই
বেশির ভাগ
পৌরাণিক কাহিনীই
অবাস্তব !



* সূত্র : 'শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত', পৃষ্ঠা ১৬৯/১, foot note.


Swami Vivekananda


Swami Vivekananda



" SWAMI VIVEKANANDA
was a
KEY FIGURE
in introducing
VEDANTA
and
YOGA
in
EUROPE
and
USA

raising 
AWARENESS
and making
HINDUISM
a
WORLD CLASS RELIGION. "



Quotation !
Source unknown !

সাপ্তাহিক কর্মবিরতি


সাপ্তাহিক কর্মবিরতি



কর্মবিরতির জন্য
শাস্ত্রনির্দিষ্ট বার !

ইহুদিদের জন্য
শনিবার !

খ্রিস্টানদের জন্য
রবিবার !

আমি ভারতীয় হিন্দু !
বাঙালি !
আমার
সাপ্তাহিক
কর্মবিরতি পালনের জন্য
শাস্ত্রনির্দিষ্ট কোনো নির্দিষ্ট বার
নেই !

তাই
আমি
অহিন্দু !

পরাধীনতার গ্লানি
 এখনো আমি
কাটিয়ে উঠতে
পারিনি !

ধর্মীয় স্বাধীনতায়
আমার
নির্দিষ্ট  'বারের'
শাস্ত্রীয় ছুটির স্বাধীনতা
এখনো নেই !

আমাদের সাপ্তাহিক
ছুটির দিন
রবিবার !

রবিবারে
আমি
কি করব ?

আমি কি
গির্জায় যাবো ?

পাদরির
পাদুকা
পালিশ করে দেব ?

ভাগ্যি ভালো
মমতাদি এখনো
পশ্চিমবঙ্গে
সাপ্তাহিক ছুটির দিন
'শুক্রবার'
ঘোষণা করেন নি !

করলে
আর কি
করতাম !

'ছুন্নত' করে
মুসলমানদের দলে
ভিড়ে যেতাম !

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

ফেসবুকে ' বন্ধুদের খুঁজুন ' !


ফেসবুকে  ' বন্ধুদের খুঁজুন ' !



ফেসবুকে
' বন্ধুদের খুঁজুন ' !

ফেসবুকে
বন্ধুদের
খুঁজে পাওয়া
যায় না !

হয়
বন্ধু বলে
কিছু
নেই !

বন্ধু বলে
কিছু
হয় না !

নয়
বন্ধুরা
সব
হারিয়ে যায় !

Lollipop man


Lollipop man



যে ব্যক্তি
লাঠিতে আটকানো
গোলাকৃতি চাকতিতে

" থামো !
শিশুরা পার হচ্ছে ! "

এই নিশানার
লেখা দিয়ে

শিশুদের
রাস্তা পারাপার
করান !

তারপর
প্রত্যেক শিশুর হাতে
একটা করে
'লালিপপ' ধরান !

Lobby


Lobby



Lobby ছাড়া
কিছু হয় না !

রবীন্দ্রনাথ 'নোবেল' পেয়েছিলেন !

রবীন্দ্রনাথের হয়ে, রবীন্দ্রনাথের জন্য,
কেউ কেউ
'লবি' করেছিলেন !

তাঁরা কাউকে
নোবেল প্রাপ্তি থেকে
বেলতলায় সরিয়েছিলেন !

Lobby !
আপাত গোপন ভাবে
প্রভাব বিস্তার
করা !

গোরক্ষক


গোরক্ষক



কাশ্মীরে
গোরক্ষকদের
পাঠানো হোক !

গোরক্ষকরা তো
রাখাল !

আদি কৃষ্ণের
বংশধর !


নিরীহ মুসলমানদের
না পিটিয়ে

গোরক্ষকরা
জঙ্গিদের
মোকাবিলা করুক !

প্রয়োজনে
জঙ্গিদের সাথে
যুদ্ধ করুক !

জঙ্গিদের মারুক !


এবার গোরুর জন্য নয়
দেশের জন্য
গোরক্ষকরা
মরুক !

তাতে
তাদের
পুন্যি হবে !

অক্ষৌহিণী সৈন্যদের মতো,
বিজয় প্রাপ্ত হোক !

নয় তো
নিজেরা মরুক !

অক্ষৌহিণী !
পুরাণ অনুসারে
১০৯৩৫০জন পদাতিক
৬৫৬১০টি ঘোড়া
২১৮৭০টি হাতি
২১৮৭০টি রথ নিয়ে
মোট ২১৮৭০০ চতুরঙ্গ
সেনাবিশিষ্ট
যুদ্ধ-বাহিনী !

প্রতিটি ঘোড়া পিছু
একজন সওয়ার !

প্রতিটি হাতি পিছু
একজন সওয়ারি !

প্রতিটি রথ পিছু
এরজন রথী !

এখন
প্রশ্ন হচ্ছে
গোনার কাজটা
করত কে ?

চতুরঙ্গ।
হস্তী অশ্ব রথ ও পদাতিক
এই চার
শাখাবিশিষ্ট
সেনা !

অক্ষৌহিণী বলতে
আবার
অনেকে বলতে চান
প্রচুর সংখ্যক
সেনা !

নতুন প্রতিরক্ষা মন্ত্রী

নতুন প্রতিরক্ষা মন্ত্রী





কাশ্মীরের জন্য, পূর্ণ সময়ের, একজন,আলাদা, নতুন,  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী চাই !
তাঁকে, কাশ্মীরেই রাখতে হবে !
তাঁকে কাশ্মীরেই থাকতে হবে !

সুখে-দুঃখে, উনি কাশ্মীরেই থাকবেন, কাশ্মীরের প্রতিরক্ষা সামলাবেন !

সার্থক হলে, ফুলের মালা পাবেন !

সার্থক না হলে, নিন্দা কুড়োবেন !

শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

কেউ নন মাসিমা !


কেউ নন মাসিমা



শ্রীঅরবিন্দ ও শ্রীমা !
শ্রীরামকৃষ্ণ ও শ্রীসারদা মা !
আমার বাবা ও আমার মা !

এই সব মায়েরা
সব
একই মা !

কেউ
নন
মাসিমা !

শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী


শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী



শিক্ষক-শিক্ষিকাদের
আগ্রহ থাকবে
সব কিছু সম্বন্ধে
প্রাথমিক জ্ঞান
সংগ্রহ !

তবেই না
ছাত্র-ছাত্রীদের
মনে
ক্রমাগত জন্মাবে
আগ্রহ !

বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

মন ও জ্ঞানেন্দ্রিয়


মন ও জ্ঞানেন্দ্রিয়



মনকে
শিক্ষিত করা
যায় না !

তবে জ্ঞানেন্দ্রিয়গুলিকে
পরিশীলিত
ও পরিমার্জিত করা যায় !

শিক্ষক / শিক্ষিকা


শিক্ষক / শিক্ষিকা



শিক্ষক / শিক্ষিকা
কখনই
একজন নির্দেশকারী
বা কড়া
তত্ত্বাবধায়ক নন !

শিক্ষক / শিক্ষকা
হলেন
একজন সাহায্যকারী

পথপ্রদর্শক !

তবে তাই হোক !

মনে করুন
ওপরের লেখাটা

বাংলায় লেখা
একটা শ্লোক !

রথের রশি


রথের রশি



এবারের রথে
এবং উল্টোরথে
বিজেপি এবং তার
শাখাসংগঠনগুলি
সে রকম ভাবে
সাড়া তুলতে পারেনি !

কেননা
তাঁদের মধ্যে
অনেকেই
রথের রশিতে
হাত
ছোঁয়ান নি !

বিবেকানন্দের সাথে


বিবেকানন্দের সাথে



বিবেকানন্দের সাথে
তাঁর জন্মদাত্রী মা-র
আর সারদা মা-র
দু'জনের
সম্পর্ক ছিল কেমন ?

মায়ের সাথে ছেলের
সম্পর্ক থাকে যেমন !


এ ব্যাপারে
গবেষণা হওয়ার
দরকার !


এগিয়ে আসুক
রামকৃষ্ণ মিশন !
বিভিন্ন বিশ্ব বিদ্যালয় !
এবং
কেন্দ্রীয় ও রাজ্য
সরকার !

ভারতকেশরী শ্যামাপ্রসাদ


ভারতকেশরী শ্যামাপ্রসাদ



ভারতকেশরী
শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায় !

শ্যামাপ্রসাদ
জিন্দাবাদ !
জিন্দাবাদ !

শ্যাপ্রসাদের
বিরোধিদের
নিন্দাবাদ !

যারা শ্যামাপ্রসাদকে
মেরে ফেলার চক্রান্তে
ছিল

যারা
শ্যাপ্রসাদকে
মেরে ফেলেছিল

তাদের জন্য
রইল
ঘৃণাবাদ !

বুধবার, ১২ জুলাই, ২০১৭

পাটিগণিত


পাটিগণিত



পাটিগণিত !
সঙ্কলন
ব্যবকলন
গুণ
ভাগ
ইত্যাদি ক্রমষুক্ত
গণিত !

কণাদের মতে 'মনঃ'


কণাদের মতে  'মনঃ'



আত্মা ও জ্ঞান ইন্দ্রিয়গুলির সঙ্গে, কোন বস্তুর, সান্নিধ্য ঘটলেও, এককালে, সকল ইন্দ্রিয়ের উপযোগী,  জ্ঞান উৎপন্ন হয় না !
বিশেষ ইন্দ্রিয়ের জন্য, কেবলমাত্র, সবিশেষ জ্ঞান উৎপন্ন হয় !
অন্য ইন্দ্রিয়গুলি, তখন জ্ঞান পায় না !
এইরকম ভাবে, বিশেষ ইন্দ্রিয়ের জন্য, বিশেষ জ্ঞানের ভাব, কিংবা অভাব, যার সংযোগে হয়, অথবা, যার অসংযোগে হয় না, তাই, কণাদের মতে, 'মনঃ' !

ইন্দ্রিয়গুলির মধ্যে, 'মন'ই শ্রেষ্ঠ !

মনোময়কোষ


মনোময়কোষ



মনের
সঙ্কল্প-বিকল্প-আত্মিকা, ওটা অন্তকরণের বৃত্তি !
সেটা আবার, লিঙ্গ শরীরের অবয়ব !
পঞ্চ কর্মেন্দ্রিয়ের সাথে, ওটা মিলিত হলে, সেটা,
মনোময়কোষ !

বইতে বেশ বলেছে,
বেশ বলেছে,
আর বলতে হয়ে না !
ওতেই আমার সন্তোষ !



* '-আত্মিকা'। '-আত্মিক'-এর স্ত্রীলিঙ্গ !
* '-আত্মিক'। সমাসের উত্তরপদে অর্থাৎ পরপদে বসে ! অর্থ,  গুণবিশিষ্ট !  প্রকৃতিবিশিষ্ট !

মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

লিঙ্গপুরাণ !


লিঙ্গপুরাণ !



লিঙ্গপুরাণ !

লিঙ্গের মাহাত্ম্য বিষয়ক পুরাণ !

ধরে নিয়েছি. ওটা সম্ভবত, হাজার হাজার লিঙ্গের ছবি দেওয়া, বিস্তৃত ভাবে বর্ণিত,  পুরাণ !

বাজারে অনেক খুঁজেছি, আসল বইটা কোথাও পাই নি !

কেবলই হয়েছি হয়রান !

সোমবার, ১০ জুলাই, ২০১৭

মুসলমান পন্থী হিন্দু


মুসলমান পন্থী হিন্দু



আমাদের হিন্দুদের
মধ্যে
অনেক মুসলমান পন্থী
'হিন্দু' আছেন !

তাঁদের পূর্ব পূর্ব পুরুষেরা
সম্ভবত
মুসলমান পুরুষদের জন্য
ভারতীয় 'নারী'
supply  দিতেন !

তা না হলে
এক এক জন মুসলমান
চার চারটে করে
বিয়ে করত কি ভাবে ?

অত নারী তাঁরা
পেতেন কোথায় ?

সেই সব হিন্দু বংশোদ্ভূত
মানুষের
এক অংশ

পরবর্তিতে
কংগ্রেস ও কমিউনিস্ট
হয়েছেন !

মুসলমান প্রীতির
এবং অপ্রয়োজনেও
মুসলমান সম্প্রীতির
সানাই-এর
পোঁ
ধরেছেন !

তাঁরা
লুঙ্গি
কিংবা
পাতলুন-পাজামা
পরেছেন !

হিন্দুদের
কারণে-অকারণে
হেনেস্থা
করেছেন !
গালি দিয়েছেন !

এখনও
গালি
দিচ্ছেন.....

গালি দিয়ে
যাচ্ছেন.....

স্বামী বিবেকানন্দ ২


স্বামী বিবেকানন্দ ২



স্বামী বিবেকানন্দের সাথে কতজন বিদেশিনী মহিলার আলাপ ছিল ?
মনে হয় সংখ্যাটা যথেষ্ট বড় !
যাদের বিবেকানন্দ ধর্মমূলক বক্তৃতা শুনিয়েছিলেন !
যাদের সাথে ধর্ম আলোচনা করেছিলেন  !
এ সম্বন্ধে গবেষণা হওয়ার দরকার !
এগিয়ে আসুক, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার !

ব্রাহ্মণ


ব্রাহ্মণ


ব্রাহ্মণ।
ব্রহ্মজ্ঞ ব্যক্তি !

ব্রাহ্মণ।
দ্বিজশ্রেষ্ঠ বা বর্ণশ্রেষ্ঠ !

ব্রাহ্মণ।
পুরোহিত। বিপ্র। বামুন !

ব্রাহ্মণ।
বেদের 'মন্ত্র'-ব্যতিরিক্ত অংশ !

ব্রাহ্মণের স্ত্রী।
ব্রাহ্মণী !

ব্রাহ্মণ্য। ব্রহ্মণত্ব।
ব্রাহ্মণদের ধর্ম। ব্রাহ্মণসমাজ !

ক্ষত্রিয়


ক্ষত্রিয়



ক্ষত্রিয়।
হিন্দু চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণ।
ক্ষেত্রী বা ছত্রী বা ক্ষত্র জাতি।

ক্ষত্রিয়া। ক্ষত্রিয়াণী।
ক্ষত্রিয়জাতীয়া নারী।

ক্ষত্রিয়ী।
ক্ষত্রিয়ের স্ত্রী।

ক্ষত্রিয়বন্ধু।
অপকৃষ্ট ক্ষত্রিয় !*

তবে কি  ' ক্ষত্রিয়শত্রু '
উৎকৃষ্ট  ক্ষত্রিয় ?



* সূত্র : সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা  ২১৭।

নতুন পাঠ নিন


নতুন পাঠ নিন



বসিরহাট দক্ষিণে
বেশ কিছু
উগ্র
জঙ্গি
মুসলিম !

বসিরহাট উত্তরে
প্রায় সবাই
নমনীয়
নম্র
মুসলিম !

এই তত্ত্ব
নব তত্ত্ব !
কাঁঠালের আমসত্ত্ব !
কোথা থেকে পেলেন
এমন তথ্য !

যাদের
ঘরে ঘরে
থাকতে পারে
চার চারটে
সতীন !

ওদের
কাছ থেকেই
সুধী শৌখিন
বুদ্ধিজীবীরা
নতুন পাঠ নিন !

জয়


জয়



জয়তি।
জয়যুক্ত হয় !
সর্বোত্তম হয় !

কে বলে
' সত্যমেব জয়তে ' !

জয় হয়
মোহের !

গোর্খা ৩


গোর্খা ৩



গোর্খা !

গোর্খারা নেপাল ও উত্তর ভারতের একটি জাতি গোষ্ঠী !

গোর্খা নামটির উৎপত্তি হয়েছে,  আনুমানিক.   খ্রিস্টিয় অষ্টম শতাব্দতে !

হিন্দু যোদ্ধা-সন্ত,  গুরু গোরক্ষনাথের নাম থেকে !

উত্তরাধিকার সূত্রে,  গোর্খারা ভারতীয় !

তবে,  এখন দারজিলিং-এর গোর্খারা যা করছেন,   তা সম্ভবত,  অ-ভারতীয় ! অন্তত অ-পশ্চিমবঙ্গীয় !

কেবল মিছিলে এবং  shouting-এ  হাতে-কাঁধে জাতীয় পতাকা তুলে ধরলেই হয় না,  জাতীয় পতাকার মর্যাদা দিতে হয় !

যতটুকু বুঝি,  যতটুকু বুদ্ধি আছে পুঁজি,  তাতে দারজিলিং-এর  আন্দোলনকারী  গোর্খাদের পক্ষে,   আলাদা  "গোর্খাল্যান্ড" পাওয়া,   কোনদিনই সম্ভব নয় !

ওদের হাবভাব দেখে,   মনে হচ্ছে,   ওরা  " গোর্খাল্যান্ড ",  নামে  আলাদা  দেশ  চাইছে,   গোর্খাল্যান্ড রাজ্য নয় !

জন্মদিন


জন্মদিন



যত জন্মদিন হয়, মৃত্যুদিন তত এগিয়ে আসে !
কাজেই জন্মদিনে কারোর উল্লসিত হওয়ার কারণ নেই !
তেমনি বিমর্ষ হবারও কারণ নেই !

তাছাড়া জন্মের দিনটিতে, জন্মদাত্রী মা-জননীর ব্যথা-বেদনা যন্ত্রণা রক্তক্ষয় ইত্যাদিও স্মরণ করতে হয় !
না করলে নিমকহারামি করা হয় !
করলে নিমকহালালি হয় !

ভালো-মন্দ খাবে, চিনির ড্যালা কেক খাবে. ঐতিহ্যমণ্ডিত পায়েস খাবে না, এসব তো যে কোন দিন করা যায় !
 জন্মদিন ঐসব দিনগুলোর, যে কোন একটা দিন !
জন্মদিনে কি গায়ে পায়রার পালক গজায় ?

আশীর্বাদে শুভেচ্ছায় আয়ু বাড়ে না !

আশীর্বাদ শুভেচ্ছা না জানালেও আয়ু কাড়ে না !

তবে আমি বিশ্বাস করি, কেউ যদি নিজের ব্যাপারে নিজেই আন্তরিক ভাবে আকুল প্রার্থনা জানায়,  তবে কাজ হয়,  বা কাজ হতে পারে !

শরীর সুস্থ রাখার ব্যাপারে খাদ্য-পানীয় একটা বিরাট factor !

মনের আনন্দ, সেটা ,  পুরোপুরি মনের ব্যাপার !
যাতে মন আনন্দে থাকে, তার, চেষ্টা সবারই,  সবসময়ে,  করা উচিত ! শুধু জন্ম দিনে নয় !

আর মৃত্যুদিনেও,  মৃত্যুর ক্ষণেও, পারলে,  আনন্দে থাকার চেষ্টা করা উচিত !

রবিবার, ৯ জুলাই, ২০১৭

বিবেকানন্দ ২


বিবেকানন্দ ২



শ্রীবিবেকানন্দকে ঋষি বলা হত না !
তিনি ছিলেন, সন্ন্যাসী !

যেখানে পণ্ডিচেরির শ্রীঅরবিন্দ ছিলেন ঋষি !

বিবেকানন্দ যতদিন বেঁচেছিলেন,  সন্ন্যাসী হিসাবেই,  থেকে গিয়েছিলেন !

ঋষিতে উন্নত হতে পারেন নি !

বিবেকানন্দ কখনো বীর বিবেকানন্দ ! কখনো বীরেশ্বর বিবেকানন্দ !

বিবেকানন্দ,  একজন বড় মাপের,    smart salesman   ছিলেন ! কত জনের কাছে,  যে কতভাবে,  টাকা চেয়েছিলেন ! কিছু টাকা,  অবিশ্যি,  তিনি  বক্তৃতা দিয়ে,  রোজগার করেছিলেন !

ভারতবর্ষ খুব গরিবদের দেশ !
গরিবগুরবো। বিত্তহীন সম্প্রদায়ের বাস !
বিবেকানন্দের কাছ থেকে, সারা পাশ্চাত্য বিশ্ব, তাই জেনেছিল !

শ্রীরামকৃষ্ণ ও শ্রীনরেন


শ্রীরামকৃষ্ণ ও শ্রীনরেন



শ্রীরামকৃষ্ণ বলেছেন,  নরেন সম্ভবত,  সপ্তঋষিদের একজনের,   অংশাবতার !
কখনও বলেছেন,  নরেন সম্ভবত,  নর-নারায়ণ ঋষিদ্বয়ের,  একজনের,  অংশাবতার !

যেখানে,  রামকৃষ্ণ অনুরাগী অনেকের মতে,  শ্রীরামকৃষ্ণ স্বয়ং নাকি ঈশ্বরের সরাসরি অবতার !

তবে পুরাণে সেই সব কথা নেই !

আমি তাই তাজ্জব হই !

অবিশ্যি,  ভবিষ্যতে,  রামকৃষ্ণ পুরাণ লেখা হতে পারে,  তখন,    সে সব কথা, আরো বিশদভাবে,   আসতে পারে !

তার জন্যে,  হয়তো,  এখনো, আমাদের অপেক্ষা করতে হবে,   ধৈর্য ধরে !

গুরুপূর্ণিমা


গুরুপূর্ণিমা



আজ গুরুপূর্ণিমা ! গুরুপূর্ণিমা তিথি !
ইংরেজি ৯ জুলাই ২০১৭।
রাতের আঁধারে,  আকাশ মেঘমুক্ত থাকলে,  দেখা দেবে ইয়াবড় চাঁদ ! আলোতে ঝলমল করবে চর্তুদিক !

প্রাচীন ভারতে,  তৎকালীন ভারতের শিক্ষা ব্যবস্থায়,   শিয্যকে [ ছাত্রকে ] গুরুগৃহে যেতে হত !
গুরুগৃহে থাকতে হত !

শুরুতে,  গুরু শিষ্যকে,  স্নান করে আসতে বলতেন !

তারপরে গুরু,  মুঞ্জনির্মিত মেখলা অর্থাৎ উপবীত,  শিষ্যকে পরিয়ে দিতেন !

শিষ্য গুরুকে প্রণাম করতেন !


গুরুপূর্ণিমা, হিন্দু জৈন বৌদ্ধ ধর্মাবলম্বী, বৃহৎ হিন্দু সম্প্রদায়ের, স্মরণীয় দিন !

গুরুপূর্ণিমার তিথিতে, জন্ম হয়েছিল, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের !

নেপালে গুরুপূর্ণিমার দিনটি,  শিক্ষক দিবস !

গৌতম বুদ্ধ,  এই গুরুপূর্ণিমার বিশেষ দিনটিতে,  কাশীর কাছে,  সারনাথে,  'ধর্মচক্র' [ ধম্মচক্র ] প্রবর্তন করেন !

গুরুপূর্ণিমার দিনটা,  বৌদ্ধদের কাছে,  সেইজন্য,  বিশেষভাবে,  আলাদাভাবে,  স্মরণীয় !

আত্মা বেপাত্তা


আত্মা বেপাত্তা



সরেজমিনে আত্মা খুঁজলাম !

সারা জমিনে আত্মা খুঁজলাম !

আকাশে খুঁজলাম !

বাতাসে খুঁজলাম !

খুঁজলাম
বাড়ির ছাতে !

দিনে
এবং
অন্ধকার রাতে !

কোথাও পেলাম না !

আত্মার  no পাত্তা !

আত্মা বেপাত্তা !




অনন্ত অসীম


অনন্ত অসীম


কালের সীমা অতিক্রম করলে
ওটা অনন্ত !

দেশ-কাল ও পাত্রের
ঊর্ধ্বে  উঠলে

তা
অসীম !

অনন্ত আর অসীমকে
বেড়া দেয় দিগন্ত !

প্রাণ ৩


প্রাণ ৩



প্রাণ সকল শক্তির উৎস !
প্রাণ আদি শক্তি !
প্রাণ আদ্যা শক্তি !

ব্র্হ্মা
বিষ্ণু
মহেশ

দুর্গা
কালী
জগদ্ধাত্রী

প্রভৃতিরা সবাই

প্রাণশক্তির
এক একটি
অবস্থার বাচক !

তবে
একক ভাবে
শুধু প্রাণের

সাধনা করলে

সকল
দেবদেবীর
সাধনা

হয়ে যায় !

আপনাকে
কি্ছু
খরচা করতে

হবে না !

মূর্তি
ফুল
বেলপাতা

গঙ্গাজল
পুরুত
দক্ষিণা

প্রদীপ
ধূপ
ধুনো

কিচ্ছুটি
লাগবে
না !


সইতেও
হবে না
কোন ধকল !


প্রাণ ২


প্রাণ ২



পঞ্চভূতের সমচ্টি দেহ !

পঞ্চভূতগুলি

ক্ষিতি
অপ
তেজ
মরুৎ
ব্যোম !

পঞ্চভূতের উপকরণে গড়ে ওঠে প্রাণ !

প্রাণের অস্তিত্বে

ইন্দ্রিয়
অঙ্গপ্রতঙ্গ
মন
বুদ্ধি
অহঙ্কার প্রভৃতি
সবগুলিরই অস্তিত্ব !

প্রাণের স্থায়িত্বে,  ওগুলিরও স্থায়িত্ব !

তবে প্রাণের ব্যাপারে,  ঈশ্বরেরও থেকে যায় দায়িত্ব !

শুনে খুশি হচ্ছেন ?

পুলকিত হচ্ছে চিত্ত ?

না ক্ষুব্ধ ?

প্রাণ-দেহ


প্রাণ-দেহ



প্রাণ
না থাকলে
কিছুই থাকে না !

দেহ
তখন
নিষ্প্রাণ !

প্রাণ তখন
ইতিউতি
ঘুড়ে বেড়ান !

পুরুষ-নারী


পুরুষ-নারী



আমার
দেহরূপ পুরের ভিতর
বাস করেন যিনি
তিনি পুরুষ !

আমার
আত্মা জুড়ে নিরন্তর
থাকেন যিনি
তিনি নারী !

শনিবার, ৮ জুলাই, ২০১৭

পঞ্চভূত পঞ্চতত্ত্ব


পঞ্চভূত পঞ্চতত্ত্ব



পঞ্চভূতের সমষ্টি আমাদের এই দেহ !

পঞ্চভূতগুলি
ক্ষিতি
অপ
তেজ
মরুৎ
ব্যোম।

আমাদের দেহে, পঞ্চভূতের স্থান

মূলাধার চক্রে  ক্ষিতিতত্ত্ব !
স্বাধিস্থান চক্রে  জলতত্ত্ব !
মণিপুর চক্রে  তেজস্‌তত্ত্ব !
অনাহত চক্রে  বায়ুতত্ত্ব !
বিশুদ্ধ চক্রে  ব্যোমতত্ত্ব !

তার ঊর্ধ্বে  তত্ত্বাতীত তত্ত্ব !

দেহে যে পঞ্চতত্ত্ব বিদ্যমান,  বৃহৎ ব্রহ্মাণ্ডেও,   সেই একই পঞ্চতত্ত্ব !

দেহের পঞ্চতত্ত্বের পরিধি বাড়িয়ে নিয়ে যেতে পারলে,  একসময়ে ব্রহ্মাণ্ডের পঞ্চতত্ত্বের পরিধি ছুঁতে পারবেন ! তারপর ছুঁতে পারবেন, ঈশ্বরের পঞ্চতত্ত্বের পরিধি !
তখন আপনি ভগবানকে পেয়ে যাবেন !
জানতে পারবেন, ঈশ্বরই ভগবান !
তখন আপনি নিজেই হয়ে যাবেন মহান !




রামকৃষ্ণ মিশন

রামকৃষ্ণ মিশন




রামকৃষ্ণ 'মিশন' এসেছে, 
খ্রিস্টান 'মিশন' থেকে !


'মিশন' কথাটা থাকায়,
বিবেকানন্দ

বিদেশি পাশ্চাত্য দেশ
থেকে

বিশেষত আমেরিকা
থেকে

কিছু
ব্রিটেন থেকে

সহজ শর্তে
অর্থদান পেয়েছেন !

ধর্ম, সনাতন ধর্ম



ধর্ম, সনাতন ধর্ম



প্রকৃত ধর্মের বিনাশ নেই !

যা একক মনুষ্যসৃষ্ট ধর্ম, তার বিনাশ অবশ্যম্ভাবী !

সনাতন ধর্ম,  এককমনুষ্যসৃষ্ট ধর্ম নয় ! সনাতন ধর্ম  'প্রকৃত'  ধর্ম !

প্রকৃত।
সত্য। খাঁটি । বাস্তবিক। আসল !

সনাতন ধর্ম,  বহুজনায় হিতায়ও.  বহুজনায় সুখায়ও-র ধর্ম !


সনাতন ধর্ম,   চিরবহমান ধর্ম ! সনাতন ধর্ম,   কালের ধর্ম ! সনাতন ধর্ম,   চিরবহমানকালের ধর্ম !

কাল,  মহাকালের অংশ !

মহাকাল।
অনন্ত কাল !

সনাতন ধর্ম, অনন্ত মহাকালের ধর্ম !

সনাতন ধর্ম,  চিরবহমান,  অনন্ত,  শুরু এবং শেষশূন্য,  মহাকালের ধর্ম !


সনাতন ধর্ম অনন্ত শক্তিতে ভরপুর !

সনাতন ধর্ম, চলতেই থাকে ! চলতেই থাকে !

সনাতন ধর্ম,  চলতেই থাকবে ! চলতেই থাকবে !

সনাতন ধর্ম,  চির্ উজ্জ্বল ! চির ভাস্বর !

সনাতন ধর্ম,  অবারিত ধর্ম !

অবারিত।
মুক্ত। অবাধ ! বাধ বাধাহীন !

সনাতন ধর্মের অবাধ গতি !

সনাতন ধর্ম,   জীবনের সাথে,  জীবনের জয়যাত্রার সাথে,  সমাজজীবনের সাথে,  জীবিকার সাথে,   ওতোপ্রোত ভাবে জড়িত !

সনাতন ধর্ম,  কালের-মহাকালের  পরিবর্তনে,  কালের-মহাকালের  প্রয়োজনে,   কেবল পরিবর্তিত হয় !


'সিন্ধু' নদের,  'সিন্ধু'  শব্দটার বিকৃত উচ্চারণ থেকে,  সনাতন ধর্মকে,  বিদেশিরা বলতেন,  'হিন্দু'  ধর্ম !

'হিন্দু' শব্দটাকে আমরা মেনে নিয়েছি ! বিদেশিদের আমরা সম্মান জানিয়েছি !

আমাদের ধর্মের নাম, বিদেশিদের দান !

হিন্দুরা কত  liberal !


সনাতন হিন্দু ধর্ম,   পরবর্তিতে সৃষ্ট,   অন্য ধর্মগুলির,  সকল ভালো জিনিসগুলি,   গ্রহণ করেছে !

সনাতন হিন্সু ধর্ম,  পরবর্তিতে সৃষ্ট,   অন্যান্য ধর্মগুলির,  আপাতগ্রাহ্য  'মন্দ' জিনিসগুলি,  গ্রহণ করেনি !


সমাজ, অনুশাসন ও জীবজন্তু


সমাজ, অনুশাসন ও জীবজন্তু



বলা হয়,  অনুশাসন সমাজের !

জীবজন্তুর সমাজ নেই,  কাজেই জীবজন্তুর অনুশাসন নেই !


কে বললো,  জীবজন্তুর সমাজ নেই ?
অনুশাসন নেই ?

জীবজন্তুরও সমাজ আছে !
কিছু কিছু ক্ষেত্রে,  আমরা যে অর্থে অনুশাসন বুঝি,  তাও আছে !

অনেক জীবজন্তুও,  একসাথে,  একত্রে,  বাস করে !

তবে জীবজন্তুর,  নিশ্চিতভাবে,  ফালতু ঈশ্বরভক্তি নেই !

ঈশ্বরভক্তিতে সময় নষ্ট করার,  অফুরন্ত সময়,  তাদের নেই !

জীবজন্তুর ঈশ্বরতত্ত্ব নেই !

জীবজন্তর জগতে 'পুরোহিত' নেই !
তাই পুরোহিত-দের ধান্দাবাজি ও শোযণ নেই !

জীবজন্তুদের মেকি  'ধর্ম' নেই।

সাম্প্রদায়িকতা নেই !

তবে খাদ্য-খাদক সম্পর্ক আছে !

হিংসা আছে !

অগুয়ান আগুসার


আগুয়ান আগুসার



পশ্চিমবঙ্গের প্রগতিশীল বাঙালিরা,   একত্রিত হয়েছিলেন,   কমিউনিস্ট সরকারের পতন ঘটাতে !

একটা  interim সরকার এলো ! মনে হচ্ছে, দুটো  term , শুধু দুটো  term  থাকবে ! তারপরে এসে যাবে যম, হবে সেই  interm সরকারের খতম !

এখন পশ্চিমবঙ্গ,  নব উদ্যোমে,   নব উৎসাহে,  নতুনের দিকে আগুয়ান !

লোকে সার দিয়ে,  আগুসার !


শ্রীচৈতন্য ২


শ্রীচৈতন্য ২
 
 
শ্রীচৈতন্য
চৈতন্যময়

শ্রীচৈতন্য ছিলেন
বিরাট পণ্ডিত।


'ঠিক ! সেটা ঠিক !'


পূর্ণযৌবনে

তিনি

ত্যাগ করেন

দ্বিতীয়া স্ত্রী !


'তাও ঠিক !'


পরে তিনি

হয়ে যান

ঈশ্বর-প্রেমিক !


'সেটাও ঠিক !'


কখনো

সাটিকে

তিনি

সাথী ভেবেছেন !


'কি বলছেন ?

জানেন ?

মার খাবেন ?'


না না না !

ওটা বেঠিক

বেঠিক !

একদম বেঠিক !


জীবনের শেষ ভাগে

শ্রীচৈতন্য

ঈশ্বর ভাবে

বিভোর থেকেছেন !


'এইবার

ঠিক বলেছেন !

ঠিক বলেছেন !'


শ্রীচৈতন্য

পাগল হয়ে

গিয়েছিলেন !


'ওটাকে

পাগল বলে না

চাঁদু !


বলে

দিব্য উন্মাদনা !'


'বেশ

বুঝতে পারছি

তোমার নেই

একটুও

পড়াশোনা !'


হবেও বা !

তা আমার

নেই জানা !


তবে তো

তিনি তখন

দিব্যোন্মাদ !


সেটা তো

পাগলেরই

ভাব !


তাই কি

তখন তিনি


ফের


সমুদ্রে

দিয়েছিলেন ঝাঁপ ?





Add a comment...
 
 


 







বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

শ্রীরামকৃষ্ণ ২

শ্রীরামকৃষ্ণ ২



স্রীরামকৃষ্ণ
পৈতে ছেড়েছিলেন !

ছুন্নত
করিয়েছিলেন !

মক্কার
কাবার ধারের
পুণ্যিপুকুরের
জল আনিয়ে

সেই জলে
স্নান
করেছিলেন।

নতুন লুঙ্গি
পরেছিলেন !

তবেই না
মুসলিম মোল্লা
শ্রীরামকৃষ্ণকে

ইসলামের
কোরান পাঠ
শিখিয়েছিলেন !

শ্রীরামকৃষ্ণ
নমাজ
পড়েছিলেন !

আজান দিতে
শিখেছিলেন !

গরুর মাংসের
কাবাব
চেখেছিলেন !

মোল্লাকে
দক্ষিণা
দিয়েছিলেন !

মোল্লা যখন
চারটে বিয়ে
করতে বলেন

তখন
শ্রীরামকৃষ্ণ
সেই মোল্লাকে

সংস্কৃত
মন্ত্র পড়ে

তাড়িয়ে
দিয়েছিলেন !

তারপর
শ্রীরামকৃষ্ণ
পৈতে পরেছিলেন
ধুতি পরেছিলেন

গঙ্গায়
ডুব দিয়েছিলেন

ভেজা কাপড়েই
মাকালীর
ভোগ খেয়ে

শুদ্ধ
হয়েছিলেন !


শ্রীরামকৃষ্ণ


শ্রীরামকৃষ্ণ



শ্রীরামকৃষ্ণ কি
ঈশ্বরের বিভিন্ন রূপ
দর্শন করেছিলেন ?

না শূধু এক শ্রীশ্রীকালীমাতার রূপই
'দর্শন' করেছিলেন !

শ্রীরামকৃষ্ণ
কালীমাকে খাওয়াতেন !
না তিনি নিজেই খেতেন ?

তখন
শ্রীরামকৃষ্ণ কি
hallucination-এ ভুগতেন !



hallucination
A false perception occurring without any true sensory stimulus !

অস্পৃশ্য


অস্পৃশ্য



রামকৃষ্ণ মিশনের অন্তভুক্ত 
organization-গুলোতে
 আপনারা দেখতে পাবেন

শ্রীরামকৃষ্ণবাবার
শ্রীমতী সারদামার

এবং স্বামী বিবেকানন্দের

শ্বেত প্রস্তর নির্মিত,  প্রস্তর মূর্তি !

তবে শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী
দক্ষিণেশ্বরের শ্রীশ্রীকালীমাতার মূর্তি
সেই জায়গা গুলোতে ব্রাত্য !

অসহ্য !

আর রানি রাসমণির মূর্তি ?

রানি রাসমণি তো
নিচু জাতের
মানুষ ছিলেন !

তাই
অস্পৃশ্য !

সেই জন্য
অদৃশ্য !

অস্পৃশ্য।
ছোঁয়ার অযোগ্য !
ছোঁয়া উচিত নয়, এমন !
ছোঁয়া নিষেধ, এমন !
অচ্ছুত !
ঘৃণ্য !
অশুচি !

অদৃশ্য।
দেখা যায় না, এমন !
দৃষ্টির অগোচর !
[ সং  ন + দৃশ্য ]।

শ্রীচৈতন্য


শ্রীচৈতন্য



চৈতন্যময়
শ্রীচৈতন্য ছিলেন
বিরাট পণ্ডিত।

ঠিক ! সেটা ঠিক !

পূর্ণযৌবনে
তিনি
ত্যাগ করেন
দ্বিতীয়া স্ত্রী !

তাও ঠিক !

পরে তিনি
হয়ে যান
ঈশ্বর-প্রেমিক !

সেটাও ঠিক !


ভারতীয় সাধুসন্তদের আদর্শ


ভারতীয় সাধুসন্তদের আদর্শ



ভারতীয় সাধুসন্তদের আদর্শ
রাষ্ট্রসঙ্ঘ পালন করুক
তার বর্ষ !
সেটা ভারতের ধার্মিক ঐতিহ্য !
আমাদের দাবি খুবই ন্যায্য !

প্রাণ


প্রাণ



জগতে
সর্বত্রই
প্রাণরূপী ধর্ম
বর্তমান।

প্রাণে
প্রাণ আছে !
নিষ্প্রাণেও
প্রাণ আছে !

জীবে প্রাণ আছে
জড়তেও
ইঁট-পাথরেরও
প্রাণ আছে !

কোনো প্রাণ
আমরা বুঝি
কোনো প্রাণ অনুভূতিতে
আমরা বুঝি না !

সকল বস্তুই
এক প্রাণরূপী
ধর্ম
ধারণ করে আছে !

বা প্রাণরূপী
ধর্ম
শোষণ করে
আছে !

সব কিছু


সব কিছু



জগতের সব কিছু
ধর্মের গুণে
উৎপন্ন !

আর
ধর্মেই
তাদের স্থিতি !

সব কিছুর
মধ্যেই
ধর্ম !

তবে
'সব কিছু'
ধর্মে নেই !

অধর্মেও
নেই !
নেই ! নেই ! নেই !

'সব কিছু'
মাথা করে না
নিচু

'সব কিছু'
মাথা করে না
উঁচু

'সব কিছু'
যেমন থাকার
তেমন-ই থাকে !

তবে 'সব কিছু'
ফোটোসপে
ধর্মের ছবি আঁকে !




ধর্মের সাথে রাজনীতি

ধর্মের সাথে রাজনীতি



ধর্মের সাথে রাজনীতি মেশাবেন না !
এটা কাদের ধারণা ?

খলিফা।
মুসলমান জগতের শ্রেষ্ঠ নৃপতি ও ধর্মনেতার উপাধি।
হজরত মোহম্মদের উত্তরাধিকারী অধিপতি।

খলিফারা একাধারে নৃপতি, অন্যদিকে ধর্মনেতা।

এটা কি ধর্মের সাথে  রাজনীতির  সু-সিদ্ধিকরণ  নয় ?

ধর্মের সাথে রাজনীতির এই মিশ্রণ,  লুঠ,   ভয় দেখানো,  বলপ্রয়োগ,  হিংসা,  নির্যাতন,  হত্যা,  যুদ্ধ,  যুদ্ধবিজয়, জোর জবরদস্তি করে ধর্মান্তরকরণ,   ইত্যাদি সব,  একসাথে,  মুসলিম প্রভাবের,  এবং মুসলিম ধর্মের পরিপূর্তির,  বাণিজ্যকরণ।

শিয়া সুন্নি মুসলমান



শিয়া সুন্নি মুসলমান



শিয়া সুন্নি মুসলমান !

আমার যা অনুভব, আমি তার দিতেছি বয়ান !

শিয়া।
চতুর্থ খলিফা হজরত আলির অনুগামী,  মুসলমান সম্প্রদায় !
হজরত আলি,  হজরত মোহম্মদের জামাই ও প্রাধান শিষ্য !
শিয়ারা তাজিয়া পর্ব করেন !

তাজিয়া।
করবালা নামক স্থানে, হাসান-হোসেনের যে সমাধিমন্দির আছে, তার প্রতিমা, গোঁয়ারা !

গোঁয়ারা।
মহরম উৎসব !

কারবালা।
কারবালা আন মুকাদ্দাসা।
ইরাকের অন্তর্গত একটি শহর। কারবালা বাগদাদের  ১০০ কি.মি দক্ষিণ-পশ্চিমে।

সুন্নি।
যে মুসলমান সম্প্রদায়,  হজরত আলির পূর্ববর্তী, তিন জন খলিফাকে মানেন !


মুসলমান।
যাঁরা হজরত মোহম্মদের কথা শোনেন !

বুধবার, ৫ জুলাই, ২০১৭

আতরগন্ধী বালাপোশ


আতরগন্ধী বালাপোশ


একসময়ের বাংলার মুর্শিদাবাদের আতরগন্ধী বালাপোশ।

হালকা আতরের গন্ধবিশিষ্ট, সরু সুতোর চাদর।

ওপরে সিল্কের আবরণ।
সেটা চাদরের আভরণ।

আতর।
সুগন্ধী ফুলের নির্যাস।

বালাপোশ।
পাতলা লেপজাতীয়,  নরম গায়ের চাদর।

তবে,  কিছুদিন বাদে,  চাদরের আতরের গন্ধ,  উবে যেত !

মসলিন কাঁথা


মসলিন কাঁথা



মসলিন কাঁথা।
মসলিন কাপড়ে তৈরি কাঁথা।

মসলিন কাপড়।
অতি মিহি ও মসৃণ কাপাস তুলা দ্বারা নির্মিত কাপড়।

মসলিন কাঁথা,  মুঘল আমলের বস্ত্রশিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ।

একসময়ে তৈরি হত,   বাংলার রাঢ় অঞ্চল,  বর্তমানের হুগলি জেলায়।

পর্তুগিজরা হুগলির দখল নেওয়ার পরে,  পর্তুগিজদের হাত ধরে,  বাংলার মসলিন কাঁথা,   বিদেশে পরিচিতি পায়। কাঁথার আকর্ষণ বাড়ে।

মসলিন


মসলিন



মসলিন।
মসলিন কাপড়।
অতি মিহি ও মসৃণ কার্পাসবস্ত্রবিশেষ।
মসলিন কাপড়ের জন্য,  একসময়ে বাংলার ঢাকার খুব সুনাম ছিল !
এখন ঢাকা বাংলাদেশের রাজধানী।

টেক্সটাইল ইণ্ডিয়া ২০১৭


টেক্সটাইল ইণ্ডিয়া ২০১৭



গুজরাতের গান্ধিনগরে,  প্রথম আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন,  'টেক্সটাইল ইণ্ডিয়া ২০১৭'।
আয়োজনে, স্মৃতি ইরানির বস্ত্র মন্ত্রক।
ওখানে ছিল,  পশ্চিমবঙ্গ সরকারের,  'বিশ্ব বাংলা'র স্টল।
ব্যাবসা-বাণিজ্য করায়,  আর শিল্প এবং শিল্পপতি ধরায়,  পশ্চিমবঙ্গ সরকার রয়েছে সচল !

মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

বাংলাদেশ সংক্রান্ত


বাংলাদেশ সংক্রান্ত



সোমবার, ৩ জুলাই, ২০১৭

স্বামী আত্মস্থানন্দ


স্বামী আত্মস্থানন্দ



রামকৃষ্ণলোক বলে আরেকটা স্বর্গলোক তৈরি হয়েছে !

নতুন লোক তো,  তাই ওখানে মিউনিসিপ্যালি-ফ্যালিটি,  ট্যাপ ওয়াটারের বন্দোবস্ত ইত্যাদি,  এখনো শুরু করাই যায় নি !

তবে স্বামী আত্মস্থানন্দ ওখানে আনন্দেই 'আত্মস্থ' হলেন !

ঠাকুর রামকৃষ্ণদেব,  আত্মস্থানন্দকে,  পরিচয় জেনে,   কাছে টেনে জড়িয়ে ধরলেন !

স্বামী বিবেকানন্দকেও,  আত্মস্থানন্দ,  ঠাকুর রামকৃষ্ণদেবের কাছেই পেয়ে গেলেন !

আত্মস্থানন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দকে ভক্তিভরে প্রণাম করলেন !

ঠাকুর রামকৃষ্ণদেব,  দক্ষিণেশ্বরের কালীবাড়ির কথা জিজ্ঞাসা করলেন !

স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মঠ-মিশনের ব্যাপারে খোঁজ নিলেন !

স্বামী আত্মস্থানন্দ জি


স্বামী আত্মাস্থানন্দ জি



৯৮ বৎসর বয়সে,  স্বামী আত্মস্থানন্দ জি মহারাজ,   রামকৃষ্ণলোকে চলে গেলেন !

স্বামী আত্মস্থানন্দ জি মহারাজকে,  পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পক্ষ থেকে,  গান স্যালুট দেওয়া হল !

অতগুলো বন্দুকের গুলি বের হল !

ধোঁয়া বের হল, পোড়া বারুদের গন্ধ পাওয়া গেল !

কান ঝালাপালা তো হবেই !

তাই ধাতস্থ হতে,  পরে,  নীরবতা পালন করা হল !

গুলিতে আকাশের কতগুলো পাখি মারা গেল, তা জানা গেল না !

রামকৃষ্ণাইট


রামকৃষ্ণাইট



বিবেকানন্দ যখন শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় গিয়েছিলেন,  তখন তিনি,  সাবেকি সনাতন  হিন্দু ধর্মের সন্ন্যাসী হিসাবেই গিয়েছিলেন !

তিনি যখন ফিরেছিলেন,  তখন তিনি বিরাট বৈদান্তিক !

তা তো ঠিক ! তা ঠিক ! তা ঠিক !

পরে শুনলাম, রামকৃষ্ণ মিশন, নাকি, অ-হিন্দু সংগঠন !
হিন্দুদের সাথে নাকি তাঁদের আলগা বন্ধন !

তাঁরা নাকি,  নতুন ধারণায়,  রামকৃষ্ণ'আইট' ( -ite ) !

ভবিষ্যতে,   তাঁরা নাকি, সনাতনপন্থী হিন্দুদের ভালোভাবে দেবে,   tight !

গান স্যালুট


গান স্যালুট



খ্রিস্টান ক্যাথলিক বলে,  মাদার টেরিজাকে, সর্ব  প্রথম, কোন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে,  পশ্চিমবঙ্গের তৃণমূলসরকারে তরপে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়,  তোপধ্বনি সহকারে,  গান স্যালুট দেওয়া হয় !

স্বামী আত্মস্থানন্দজিকেও, গান স্যালুট দেওয়া হয় !
তিনি দ্বিতীয় ধর্মীয় ব্যক্তিত্ব, যাঁকে, পশ্চিমবঙ্গের তৃণমূলসরকারের তরপে,  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়,   তোপধ্বনি সহযোগে, গান স্যালুট দেওয়া হয় !

গান স্যালুটের,  অতগুলো  পিলে চমকানো আওয়াজ, মাদার টেরিজার আত্মা ,  এবং,  স্বামী আত্মস্থানন্দজি মহারাজের আত্মা, কিভাবে নিয়েছিলেন, তা জানা যাবে না !

আচ্ছা, গান স্যালুটের বুলেটগুলো কি  damp-মার্কা ছিল,  যাতে আওয়াজ কম হয় ?

ইফতার


ইফতার



ইফতার !
মুসলমানদের সারাদিন আনন্দময় চিত্তে,  কষ্টসাধ্য রোজা রাখার পর,  দিনশেষের উপবাস ভাঙ্গার,  প্রথম খাদ্য-পানীয় !

রোজা।
রমজান মাসে,  মুসলমানেরা,  প্রতিদিন,  সূর্যোদয় থেকে,  সূর্যাস্ত পর্যন্ত,  যে নিরম্বু উপবাস করেন !

এমন কি,  থুতু কফও গেলেন না !

তাই,  আশেপাশে,  সব জায়গায়,  মুসলমানেরা,  থুতু কফ ছড়ায় !  থুতু-কফ ছিটায় !  থুতু-কফ ছড়ায় !
পরিবেশ দূষিত করে ! পরিবেশ দূষিত করে ! পরিবেশ দূষিত করে !

রমজান।
রমজান মাস !
মুসলমানী বৎসরের নবম মাস !
রোজা পালন করার মাস।

মুসলমান।
মহম্মদ ধর্মানুরাগী সম্প্রদায়গুলি বিশেষ !

জিএসটি নিয়ে


জিএসটি নিয়ে


জিএসটি নিয়ে, পার্লামেন্টের সেন্ট্রাল হলের মধ্যরাতের অনুষ্ঠান

জাতীয় দল
কংগ্রেস
সিপিএম
তৃণমূল কংগ্রেস

আর আঞ্চলিক দল
ডিএমকে ছাড়া

কেউ বয়কট করল না !

জিএসটি
ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের
অশ্বমেধের ঘোড়া !

এবার তাঁরা ঘোড়াটিকে মারবেন !

ঘোড়ার মাংস খাবেন !

আর বিজয়ী রাজ্যগুলি থেকে,  নিশ্চিত ভাবে  revenue  আদায়  করবেন !  

রবিবার, ২ জুলাই, ২০১৭

To Twitter,com


To Twitter,com



Ref, The 140 Characters in Bengali Vernacular while tweeting my message !

Kindly inform me about your mode of calculations !

Thanks !

Pranab Kumar Kundu.

অশ্বমেধের ঘোড়া


অশ্বমেধের ঘোড়া



অশ্বমেধের মন্ত্রপূত ঘোড়া !
এত হৈচৈ
এত হৈহৈ
এত উল্লাস
এত দেশে দেশে ঘোরা !

তবে সব শেষে
ঘুড়িটি
তার ঘোড়াটিকে
বাড়ি নিয়ে যেতে এসে
দেখে
ঘোড়াটি মড়া !

ওটা যে
অশ্বমেধের
ঘোড়া !

দেবরাজ ইন্দ্র


দেবরাজ ইন্দ্র



বেদে বর্ণিত আছে,  ইন্দ্র এমন মদ্যপান করতেন,  যে মাতাল হয়ে মাটিতে পড়ে যেতেন  এবং অস্পষ্টভাবে বকতে অরম্ভ করতেন !

ওটা ইন্দ্রের  delirium tremens !

Delirium tremens, results from alcoholic intoxication & is represented by a picture of confusion terror, restlessness & hallucinations !



* তথ্যসূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৭০।

গির অরণ্যের সিংহ


গির অরণ্যের সিংহ



গুজরাতের গির অরণ্য !

গির অরণ্যের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তায়, থেমে থাকা অ্যাম্বুলেন্স ঘিরে, তিনটি সিংহ, নয়টি সিংহী !

কাঁচ ঢাকা,  সেই অ্যাম্বুলেন্সের ভেতরে, জরুরী প্রয়োজনে,  নবজাতকের জন্ম দিচ্ছেন একজন মনুষ্যনারী !

অ্যাম্বুলেন্সের ঘেরা টোপের বাইরে, সিংহ-সিংহীরা ! কয়েকটা উঁকিঝুকি মারছে, অ্যাম্বুলেন্সের আটকানো স্বচ্ছ কাঁচ ভেদ করে ভেতরে ! দেখছে,  মানবশিশুর প্রসব এবং প্রসব করানো !

ভাবছে, আমাদের সিংহীরা তো, নিজেই প্রসব করে ! কারোর সহায়তার দরকার পড়ে না !

আমাদের মতো, মানুষদের কেন হয় না ?

শনিবার, ১ জুলাই, ২০১৭

গোর্খা ২


 গোর্খা ২



গোর্খা ২


গোর্খা (নেপালি: गोर्खा) নেপাল ও উত্তর ভারতের একটি জাতিগোষ্ঠী। গোর্খা নামটির উৎপত্তি অষ্টম শতাব্দীর হিন্দু যোদ্ধা-সন্ত গুরু গোরক্ষনাথের নাম থেকে। তাঁর শিষ্য বাপ্পা রাওয়াল (জন্মগত নাম যুবরাজ কালভোজ বা যুবরাজ শালিয়াধীশ) রাজপুতানার (রাজস্থান) মেবার রাজবংশের প্রতিষ্ঠাতা। বাপ্পা রাওয়ালের পরবর্তী উত্তরাধিকারগণ আরও পূর্বে চলে এসে গোর্খা বংশের প্রতিষ্ঠা করেন। গোর্খা বংশ পরে নেপাল রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। আধুনিক নেপালের ৭৫টি জেলার মধ্যে অন্যতম হল গোর্খা জেলা

উত্তরাধিকার সূত্রে,  একসময়,  গোর্খারা ভারতীয় ছিলেন !

সূত্র : উইকিপিডিয়া !

বাহ্যেন্দ্রিয় !


বাহ্যেন্দ্রিয় !



বাহ্যেন্দ্রিয় !
বহিরিন্দ্রিয় !

চোখ !
কান !
নাক !
জিব !
ত্বক !

আর ?

আর পায়ু ইন্দ্রিয় !

জলজ ইন্দ্রিয়ই বা বাকি থাকে কেন ?



* পুরনো-১১৮৬।

অর্ধব্রাহ্মণ !


অর্ধব্রাহ্মণ !



অর্ধব্রাহ্মণ !
Half বামুন !

পরশুরামের দ্বারা সৃষ্ট

দক্ষিণ দেশের

সমুদ্রের ধারের

বসবাসকারী

বিশেষ শ্রেণির ব্রাহ্মণ !



* পুরনো-২০৩/১।