রামচন্দ্র এবং বাল্মীকি রামায়ণ
বাল্মীকি রামায়ণ, সংস্কৃত ভাষায় রচনা।
বাল্মীকি রামায়ণে, চব্বিশ হাজার শ্লোক আছে।
আছে, পাঁচশত সর্গ।
ছয়টি কাণ্ড।
এবং অতিরিক্ত উত্তর কাণ্ড।
উত্তরকাণ্ডে, সীতা পরিত্যাগ।
চিরকালের জন্য ত্যাগ ?
সীতার ভূগর্ভে প্রবেশ।
মাটি খুঁড়ুন, আবার সীতাকে পেয়ে যাবেন !
ফের অযোধ্যায়, রামমন্দির হবে !
তখন সীতাকে নিয়ে এসে, রামের সাথে মিলাবেন।
রামের পাশে বসাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন