শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

সরষের তেল মাখত


সরষের তেল মাখত



ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
তাঁদের নিজ নিজ চিহ্নসমূহ
যথাক্রমে
কমণ্ডলু চক্র ও ত্রিশূল !

ব্রহ্মার চিহ্ন কমণ্ডলু।
কমণ্ডলু, ব্রহ্মার, হাতে ধরা থাকত !

বিষ্ণুর চিহ্ন চক্র।
চক্র, বিষ্ণুর আঙ্গুলে থাকত !

শিবের চিহ্ন ত্রিশূল।
ত্রিশূল, শিবের হাতেই থাকত !

এঁনারা, সকলেই, গায়ে, ঘষে ঘষে,  সরষের তেল মাখত !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন