বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

শিব ২


শিব ২



শিব।
সর্বপ্রকার সদাচার-বর্জিত !
সর্বদা অপবিত্র !
দুর্বিনীত !
ধর্মের মর্যাদা লঙ্ঘনকারী !

শিব
প্রেতদের আবাসস্থল, ভয়ঙ্কর শ্মশানে, ভূত-প্রেত পরিবৃত হয়ে, উন্মত্তের মতো বেশে, কখনও নগ্নদেহেও, বিচরণ করেন !
কখনো হাসেন !
কখনো কাঁদেন !

শিব
তাঁর সারা শরীরে, চিতাভস্ম মাখিয়ে রাখেন। যেন চিতাভস্ম দিয়েই স্নান করেছেন !
গলায়, প্রেতের পক্ষেই পরিধানযোগ্য, নরমুণ্ডের মালা। 
তা ছাড়া, মৃতের অস্থিও, অলংকাররূপে, শিব,  ব্যবহার করে থাকেন !

শিব
বস্তুত শুধু নামেই শিব, প্রকৃতপক্ষে, ঘোর অশিব, অশিষ্ট, এবং অমঙ্গলরূপী !



* সূত্র : 'শ্রীমদ্ভাগবত মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭০।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন