বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

তাড়কা


তাড়কা



গো-ব্রাহ্মণের হিতের জন্যে, অন্য সকলের ভালোর জন্যে, এবং দেশের হিতের জন্যে,  রামচন্দ্র,  এক জনমের যক্ষিণী, এবং অন্য জনমের রাক্ষসী,  'তাড়কা'কে বধ করেছিলেন !

তাড়কা।
সুকেতু যক্ষের কন্যা। সুন্দ অসুরের পত্নী। এবং মারীচ রাক্ষসের মাতা।

অগস্ত্যের শাপে, তাড়কা, দেবযোনি যক্ষযোনি থেকে, রাক্ষসযোনি, প্রাপ্ত হয়েছিল !

অগস্ত্য।
প্রসিদ্ধ মুনিবিশেষ।

মুনি বিশ্বামিত্রের সঙ্গে বন গমনের পথে, রাম, অগস্ত্যমুনির কাছ থেকে, ইন্দ্রদত্ত ইন্দ্রধনু, অক্ষয় তূণদ্বয়, শর ও খড়্গ, উপহার স্বরূপ পেয়েছিলেন।

রামচন্দ্রের মিথিলা গমন কালে, তাড়কা, রামচন্দ্র কর্তৃক নিহিত হয় !

তাড়কারি।
রামচন্দ্র !

তাড়কেয়।
মারীচ।

আবার রামমন্দির তৈরির তোড়জোড় হচ্ছে !
রামমন্দিরের সিংহাসনে রামজি ফের আসীন হবেন !
তবে ঝাম-ঝামেলা তো হবেই !
তাই মাঝের সময়গুলো, আপনারা সাবধানেই থাকবেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন