বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

নর এবং নারায়ণ


নর এবং নারায়ণ



ভগবান শ্রীহরির অংশভূত, নর এবং নারায়ণই, পৃথিবীর ভার হরণের জন্য, যদুকুলতিলক শ্রীকৃষ্ণ এবং তাঁরই সদৃশ, শ্যামবর্ণ, কৃষ্ণনামধারী, কুরুকুল শ্রেষ্ঠ অর্জুনরূপে, দ্বাপর যুগের শেষে, এই ধরাধামে, অবতীর্ণ হয়েছিলেন !
( মহাভারতের বিরাটপর্বে, অর্জুনের নাম ছিল, কৃষ্ণ ! )।

শ্রীরামকৃষ্ণদেব, একাধিক জায়গায়, বলেছিলেন, 'নর'-এর অবতার, ( অথবা নারায়ণের অবতার ),  শ্রীবিবেকানন্দ স্বয়ং !





* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন