সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

জটায়ু


জটায়ু।



জটায়ু।
ইনি শ্যেনী গর্ভজাত অরুণের পুত্র।
সম্পাতির অনুজ।
দশরথের সখা।

জটায়ু, সীতাদেবীকে রক্ষার জন্য, রাবণের সঙ্গে যুদ্ধ করে, ভীষণ ভাবে আহত হন, ও পরে নিহত হন !

রামচন্দ্র, পিতৃবন্ধু জটায়ুর কাছে, সীতাহরণ সংক্রান্ত বৃতান্ত বিশদ ভাবে শোনেন !

রামচন্দ্র, পিতৃবন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়া, পিতৃবৎ শ্রদ্ধার সাথেই, সুসম্পন্ন করেন।



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোশ', পৃষ্ঠা ৯১৮/১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন