মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

ফের রামরাজত্ব এলে


বাল্মীকি রামায়ণ

ফের রামরাজত্ব এলে



ফের রামরাজত্ব এলে, কি হতে পারে !

প্রজারা হৃষ্টপুষ্ট, আধিব্যাধি-বিবর্জিত হয়ে কাল কাটাবে !

রামরাজত্ব দুর্ভিক্ষভয়শূন্য এবং ধার্মিক মনোভাবাপন্ন হবে !

পিতা কখনও পুত্রের মৃত্যু দেখবে না !

নারীরা সধবা ও পতিব্রতা থাকবে !
তার মানে, স্ত্রীরা, স্বামির আগে মারা যাবে !

রাজ্যে, অগ্নিভয়, বায়ুভয় তস্করভয় থাকবে না !

কেউ জলে ডুবে মারা যাবে না !
যদিও রামচন্দ্র নিজে সরযূনদীর জলে, ডুবে মারা গিয়েছিলেন !

সকলে সত্যযুগের মতো, নিরন্তর সুখে থাকবে !

বিদ্বান ব্রাহ্মণদের অনেক অনেক গাভি ও দান দেওয়া হবে !

বর্ণচতুষ্টয় থাকবে !

রাম দশ সহস্র দশ শত বছর রাজ্যশাসন করেছিলেন !

অনেকে বলেন, রাম সীতাকে কষ্ট দিয়েছিলেন !

রামের কন্যাসন্তান ছিল না !

রামরাজত্বে, কন্যাসন্তানের জন্ম কমে যাবে !



* সূত্র : বাল্মীকি রামায়ণ, হেমচন্দ্র ভট্টাচার্য কর্তৃক গদ্যানুবাদিত।পৃষ্ঠা ১৩।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন