শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

বিকল্প তন্ত্রবাদ


বিকল্প তন্ত্রবাদ



যদি মনে করা যায়,  'আদ্যাশক্তি মহামায়া'  , প্রতিটি মানব-মানবীর দেহে, শক্তিরূপে বিদ্যমান, তবে তো তিনি বিদ্যমানা !

এটাও ধরে নেওয়া যেতে পারে, নামটা তাঁর, তান্ত্রিকের দেওয়া নাম,  'কুলকুণ্ডলিনী' !

শুধু তন্ত্র সাধনায় নয়, যোগশাস্ত্রেও, ভক্তি দিয়েও, সেই আপাত নিদ্রিত কুলকুণ্ডলিনীকে, জাগ্রত করা যায় !

শক্তি যত উন্নত মানের হয়ে জাগ্রত হয়, সেই ব্যক্তি, সাধনার ব্যাপারে, তত শক্তিমান হয়ে ওঠে !

শক্তিমান সেই শক্তি, আমাদের চিৎশক্তির জাগরণ ঘটায় !
উত্তোরোত্তর তার শ্রীবৃদ্ধিও ঘটায় !
আধ্যাত্মিক চেতনার উৎসে এবং উৎকর্ষে, তা, মানব-মানবীকে, নিয়ে আসে !
অন্তত নিয়ে আসতে পারে, কিংবা, নিয়ে আসার চেষ্টা করে !



* সূত্র :  'মতুয়া দর্পণ', ৬৭ সংখ্যা, পৃষ্ঠা ০৬-০৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন