বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

গঙ্গা ও উমা


গঙ্গা ও উমা



ধাতুর আকর, গিরিরাজ হিমালয়ের,  'মেনা'  নাম্নী, এক মনোরমা পত্নী আছেন।

মেনা, সুমেরুদুহিতা !
মেনার থেকে, হিমালয়ের দুই কন্যা জন্মে !
জ্যেষ্ঠা গঙ্গা।
কনিষ্ঠা উমা।
গঙ্গার ও উমার, দুজনেরই,  রূপ,  অতুলনীয়া !

দেবতারা, নিজেদের কার্যসিদ্ধির জন্য, হিমালয়ের নিকট থেকে, গঙ্গাকে, প্রার্থনা করেছিলেন !

হিমালয়, ত্রিলোকের, উপকার সাধনের জন্য,  'ত্রিপথ-বিহারিণী',   'লোক-পাবনী',   গঙ্গাকে,  'ধর্মানুসারে',   দেবতাদের নিকট, সমর্পণ করেছিলেন !

গঙ্গা, প্রথমে আকাশলোকে, তারপরে দেবলোকে, গিয়েছিলেন !
পরে অবিশ্যি, মর্ত্যলোকেও, এসেছিলেন !

এইভাবে,  'জলবাহিনী',    'পাপবিনাশিনী',   'পতিতপাবনী',   গঙ্গা,  নিজেকে তুলে, মেলে ধরেছিলেন !


আর, হিমালয়ের দ্বিতীয়া কন্যা, উমা, প্রথমে, তাপসী হয়েছিলেন !

উমা,  'সর্বজন-বন্দনীয়া',  হিমালয়ের  'তাপসী-কন্যা',  ছিলেন !

উমাকে, হিমালয়, পরে,  'অপ্রতিমরূপ',   'বিরুপাক্ষের' ( শিবের ) হাতে,  সম্প্রদান করেছিলেন !

তখন, উমা, 'বিরুপাক্ষী' হয়ে গিয়েছিলেন !



* সূত্র ও সংযোজনা : 'বাল্মীকি রামায়ণ', গদ্যানুবাদ, হেমচণ্দ্র ভট্টাচার্য, পৃষ্ঠা ৬৩।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন