আগুন
অগ্নিঅভিমানী দেবতা, স্বয়ং, অগ্নিদেব !
অগ্নিদেব-এর পত্নী, স্বাহা !
স্বাহা, পাবক-পবমান-শুচি নামে, তিনটি পুত্রের জন্ম দিয়েছিলেন !
এঁরাও ছিলেন, 'অগ্নি' !
সেই কারণেই, ওঁরা, তিনজনই, হুতদ্রব্যভক্ষণকারী এবং অগ্ন্যভিমানী ছিলেন !
তাঁরা কিন্তু, স্বরূপত, তিনজনই অগ্নি !
ঐ তিনজন 'অগ্নি' থেকে, আরও, পঁয়তাল্লিশ প্রকারের 'অগ্নি' উৎপন্ন হয়েছিল !
এঁরা, তিন পিতা, এবং, এক পিতামহ সমেত, মোট, উনপঞ্চাশ জন, অগ্নি !
এতো অগ্নি থাকাতে, আকাশ থেকে, এত অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরি থেকে, এত অগ্ন্যুৎপাত, আর এত আগুন-টাগুন লেগে, ধ্বংস এবং ক্ষয়ক্ষতি করে চলে !
যদি, একটি অগ্নি থাকত, তবে, তাকে, নিয়ন্ত্রণ করা, অনেক সহজ-সাধ্য হোত !
* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭৭।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন