রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

কুবের, রাবণ-কুম্ভকর্ণ-বিভীষণ, এবং খর


কুবের, রাবণ-কুম্ভকর্ণ-বিভীষণ, এবং খর



বিশ্রবা মুনির পত্নী, ইড়াবিড়া, ওরফে, ইলবিলা-র গর্ভে, যক্ষেশ্বর কুবেরের জন্ম।

বিশ্রবার অপর পত্নী, কেশিনীর, ( ওরফে, কৈকসীর ), গর্ভে, রাবণ-কুম্ভকর্ণ-বিভীষণ নামের তিন পুত্রের জন্ম হয়।

রাকা নাম্নী, আর এক পত্নীর গর্ভে, বিশ্রবার, 'খর' নামক, আর এক পুত্রের জন্ম হয়।

কুবের, রাবণ-কুম্ভকর্ণ-বিভীষণ, এবং 'খর', এরা সব  'সৎ'ভাই ছিলেন।



*মদ্ভাগ৩৭৫, সুবল৯৩৩।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন