রুদ্র
কুপিত ব্রহ্মার মন্যু হতে, নীললোহিত কুমাররূপে উৎপন্ন হয়ে, রোদন করেছিলেন, সেই জন্য তিনি রুদ্র !
রুদ্র রোদয়িতা।
রুদ্র ভীষণ। রুদ্র ভয়ঙ্কর !
রুদ্রের সন্তানগণ, 'রুদ্রগণ' !
মহাভারতে, ব্রহ্মার মানসপুত্র, স্থাণু থেকে, রুদ্রগণের উৎপত্তি !
বায়ুপুরাণে, রুদ্রগণ, শিবের অবতার ! শঙ্কর ইঁহাদের অধিদেবতা !
কাল সর্বক্ষয়কর !
বেদ পরবর্তী কালে, রুদ্র ও কাল অভিন্ন !
পুরাণে, রুদ্রই, মঙ্গলময় শিব !
সূত্র : 'বঙ্গীয় শব্দকোশ', পৃষ্ঠা ১৯২৪/১।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন