সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

সম্পাতি


সম্পাতি



সম্পাতি !
বেগে উৎপাতী !
পক্ষিবিশেষ !

সম্পাতির পিতা অরুণ। মা শ্যেনী।
জটায়ু কনিষ্ঠ ভ্রাতা !

সম্পাতি, প্রথম যৌবনে, সূর্য জয় করার ইচ্ছায়, ভাই জটায়ুকে সঙ্গে নিয়ে, সূর্য অভিমুখে উড়তে আরম্ভ করেন !
জটায়ু, সূর্যের প্রচণ্ড তাপে, অবসন্ন হয়ে পড়লে, সম্পাতি, নিজের ডানা দিয়ে, আদরের ভাইকে ঢেকে রাখেন !
তাতে সম্পাতি, সূর্যতাপে দগ্ধপক্ষ হয়ে, বিন্ধ্যপর্বতে পতিত হন !
পরে অবিশ্যি, সম্পাতির, নতুন করে এক জোড়া পাখা গজায় !
সম্পাতি, নতুন করে উড়তে শেখেন !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ২১৪৮-৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন