শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

মুনিশ্রেষ্ঠ অত্রি ( গদ্য রচনা )


মুনিশ্রেষ্ঠ অত্রি ( গদ্য রচনা )



মুনিশ্রেষ্ঠ অত্রি !
ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের, কতিপয় সূক্তের রচনাকার ঋষি।
একমনে, মন-প্রাণ ঢেলে, প্রাণায়াম করতেন।
আর  কেবলমাত্র বায়ুভোজন করতেন !

তিনি, একশো বছর, একপায়ে, ঠায়, দাঁড়িয়ে ছিলেন !

একপায়ে দাঁড়িয়ে থেকে, কী ভাবে, দণ্ডবৎ ভূলুণ্ঠিত হয়ে,  প্রণাম করা যায়, তা অত্রিমুনির কাছ থেকে শেখা যায় !

অত্রিমুনি, অবিশ্যি, ধপাস করে মাটিতে পড়ে গিয়েছিলেন, আর বেজায়-রকম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন !



*মদ্ভাগ৩৭৩।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন