বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

বৃহত্তর যৌন অঙ্গের অংশত যৌনচ্ছেদ





বৃহত্তর যৌন অঙ্গের অংশত যৌনচ্ছেদ

 সূত্র : ফেসবুক : আনন্দবাজার পত্রিকা !
ভোরা সম্প্রদায়ের মধ্যে ‘ক্লিটোরিস’ বা ‘ভগাঙ্কুর’কে ‘হারাম কি বোটি’ বা ‘পাপের মূল’ সূত্রও বলা হয়। অথবা আরও সহজ ভাষায় বললে অবাঞ্ছিত চামড়া। কয়েক দশকের পুরুষতান্ত্রিক সমাজে একটি ধারণা প্রচলিত আছে। যদি মহিলার যৌনাঙ্গ ছেদ না করা হয়, তাহলে একজন নারী এর থেকে যে আনন্দ আসে, সেটা উপভোগ করবে। এরফলে বিয়ের পরে একজন মহিলা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, যার জন্যে লজ্জায় পড়তে হতে পারে ভোরা সম্প্রদায়কে। তাই মহিলারা যাতে শারীরিক সম্পর্কের সময় কোনও রকম আনন্দ উপভোগ না করতে পারে, সেই কারণেই ওই সম্প্রদায় ছোট ছোট মেয়েদের বয়ঃসন্ধিতে পৌঁছনোর আগেই, তাদের বৃহত্তর যৌন অঙ্গের,  অংশত যৌনচ্ছেদ করে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন