রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

ষাট হাজার


ষাট হাজার



ঋষিবর 'ক্রতু'র ( ব্রহ্মার মানসপুত্রবিশেষ ), পত্নী, 'ক্রিয়া', ব্রহ্মতেজে মহাদীপ্তশালী  'বালখিল্য'  নামক, ষাট হাজার ঋষির জন্ম দিয়েছিলেন !

সূর্য বংশীয় রাজা, 'সগর'-এরও, ষাট হাজার ( দ্বিতীয়া পত্নী  'সুমতি'র, ওরফে, 'বৈদর্ভী'র গর্ভে ), 
ও, আর এক টি পুত্র, নাম, অসমঞ্জ, ও, একটি কন্যা,  ( প্রথমা পত্নী,  'কেশিনী'র, ওরফে,  'শৈব্যা'র গর্ভে, ),
সন্তানসকল ছিল !

ষাট হাজার, ( বা ষাট হাজার একটি পুত্রসকল, বা, ষাট হাজার দুইটি সন্তানসকল ), ঐ-সংখ্যাগুলো, মোটেই কম ছিল না !



*মদ্ভাগ৩৭৫, ব.শ.কো.২০৯৪,সুবল১২১৭।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন