পিতৃগণ এবং
আগ্নিষ্বাত্ত, বর্হিষদ, সোমপ, এবং আগ্যপ, এঁরা হলেন, পিতৃগণ !
এঁদের মধ্যে, সাগ্নিক এবং নিরগ্নিক, দুই ধরণের, পিতৃপুরুষই আছেন !
সাগ্নিক।
অগ্নিহোত্রী। যজ্ঞ ইত্যাদি, সর্বদা প্রজ্বলিত রাখেন, এমন ব্যক্তি ! নিয়ত যজ্ঞকারী !
নিরগ্নিক।
যাঁরা, বেদনির্দিষ্ট আনুষ্ঠান, পালন-পোষণ করেন না !
ঐ সকল চার পিতৃগণের পত্নী, দক্ষকন্যা স্বধা !
স্বধার ছিল চারজন স্বামী !
মহাভারতের, দ্রৌপদীর ছিল, পাঁচজন স্বামী !
ঐ চার পিতৃগণ থেকে, স্বধার গর্ভে, ধারিণী এবং বয়ুনা নাম্নী, দু'টি কন্যা জন্মায় !
দুইজনেই ছিলেন, জ্ঞান-বিজ্ঞানে পারঙ্গম !
তাঁরা দুজনেই ছিলেন, বিজ্ঞানী এবং বিদ্যাবতী !
তাঁরা দুজনেই আবার ছিলেন, ব্রহ্মবাদিনী !
ব্রহ্মবাদী।
ব্রহ্মবিদ্যার প্রবক্তা !
বেদাধ্যায়ী !
ব্রহ্মজ্ঞানী !
একেশ্বরবাদী !
কেবল, ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী !
আসলে, তিঁনি বা তাঁরা, বৈদান্তিক !
স্ত্রী-হলে, তিঁনি বা তাঁরা, ব্রহ্মবাদিনী !
অবসর সময়ে তাঁরা, 'ব্রহ্ম'কে নিয়ে, টানা-হ্যাঁচরা, করতেন !
বাদ্যও বাজাতেন !
* পিতৃগণ আসলে, দিব্যপিতৃগণ-দেবতাক।
এই পিতৃগণ, সংখ্যায়, সপ্তক !
** চন্দ্রলোকের ঊর্ধ্বদেশে পিতৃলোক, ( পিতৃদেবস্তর ) অবস্থিত !
*** সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭৭।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন