সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

বেদ উপবেদ বেদাঙ্গ

 বেদ উপবেদ বেদাঙ্গ


আসুন পর্যায়ক্রমিক ভাবে এসব গ্রন্থে আলোচিত
বিষয় বস্তু নিয়ে সংক্ষেপে কিছু কথা বলি -

১ ) ঋগ্বেদ : প্রধান আলোচ্য বিষয়বস্তু হচ্ছে- পরমাত্মা, আত্মা ও প্রকৃতি।

এখানে বর্ণিত হয়েছে ঈশ্বরের হাজারো গুণাগুণ, বৈশিষ্ঠ্য । ইহলৌকিক ও পরলৌকিক বিষয়ে মৌলিক জ্ঞান । তাছাড়া আছে পদার্থ বিদ্যা, রসায়ন বিদ্যা, গণিত, জ্যোতিষশাস্ত্র, গ্রহবিজ্ঞান, মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব ইত্যাদি । আবার বস্তুর (ক্ষেত্রবিশেষে ) ফিজিকাল, মেটাফিজিকাল এবং স্পিরিচ্যুআল ক্রিয়া - প্রতিক্রিয়া নিয়েও আলোচনা করে ।
ঋগ্বেদে ১০ টি মন্ডল, ১০২৮ টি সুক্ত এবং ১০৫৮১ টি মন্ত্র রয়েছে ।
২ ) যজুর্ব্বেদ : মানুষের মনোজাগতিক বিভিন্ন দিক এবং আচার-আচরণ নিয়ে আলোচনা করে যজুর্বেদ । মানুষের আত্মিক উন্নয়ন সাধন করে তাকে জীবনের পরম উদ্দেশ্য মোক্ষ লাভের জন্য করণীয় কার্যবিধি আলোচিত হয়েছে ।
যজুর্ব্বেদে ৪০ টি অধ্যায় এবং ১৯৭৫ টি মন্ত্র রয়েছে ।
৩ ) সামবেদ : প্রধানত জীবন-মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং মোক্ষ লাভের জন্য আনুষঙ্গিক ক্রিয়াকর্মের কথা বলা আছে । সৃষ্টির বর্ণনা, ঈশ্বরের বিভিন্ন গুণের বর্ণনা এবং আধ্যাতিক গুণাবলী অর্জনের কথা বলা হয়েছে এতে ।
সামবেদে ২ টি ভাগ - ক ) পূর্বাচিক , খ ) উত্তরাচিক
মোট ১৮৭৪ টি মন্ত্র রয়েছে ।
৪ ) অথর্ব্ববেদ : বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, পদার্থ বিদ্যা, রসায়ন শাস্ত্র, গণিত, জ্যোতিষ বিদ্যা, মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব, চিকিৎসা বিদ্যা ( বিশেষ করে শল্য এবং ভেষজ চিকিৎসা ), কৃষি, কারিগরী, যুদ্ধ বিদ্যা, উড্ডয়ন যান বিদ্যা, রাজ্নীতি, মনোবিজ্ঞান, অর্থনীতি প্রধান আলোচ্য বিষয়সমূহ । ( ইতিহাস ব্যাতীত ) ।
অথর্ববেদকে ব্রহ্মবেদ-ও বলা হয় ( একেশ্বরবাদ ) ।
অথর্ব্ববেদের ২০ টি কান্ড, ১১১ টি অনুবাক, ৭৩১ টি সুক্ত, ৫৯৭৭ টি মন্ত্র রয়েছে ।
👉* উপবেদ :
🔥 আয়ুর্ব্বেদ ( জীবন এবং চিকিৎসা )
🔥 ধনুর্ব্বেদ ( সমরবিদ্যা অথবা যুদ্ধবিদ্যা, রণকৌশল, আধ্যাত্মিকতা, কর্ম, কর্তব্য, নাগরিক, কূটনীতি বিদ্যা )
🔥 গন্ধর্বব্বেদ ( সংগীত ও প্রাকৃতিক সুর )
🔥 শিল্প বিদ্যা ( স্থাপত্য বিষয়ক বিদ্যা )
🔥 অর্থ বিদ্যা ( অর্থনীতি, রাজনীতি )
👉* বেদাঙ্গ :
বেদ শুদ্ধ ভাবে বুঝা ও ব্যাখ্যা করার জন্য বেদাঙ্গ বিষয়ে জ্ঞান থাকা উচিৎ নয়তো অর্থ সঠিক ভাবে অনুদিত হবে না ।

বেদাঙ্গ সমূহ হল -
🔥 শিক্ষা
🔥 কল্প
🔥 ব্যাকরণ
🔥 নিরুক্ত ( শব্দ তত্ত্ব )
🔥 ছন্দ
জ্যোতিষ


শেয়ার করেছেন : - প্রণব কুমার কুণ্ডূ


আপনি এবং আরও 22 জন
4টি কমেন্ট
2 বার শেয়ার করা হয়েছে
লাইক করুন
কমেন্ট করুন
শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন