একসময়ে বাঙালি সমাজ ছিল নির্ধন
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
একসময়ে বাঙালি হিন্দু সমাজ ছিল নির্ধন !
তাদের মধ্যে উঁচু-নিচু বলে কিছু ছিল না !
পরে সেনযুগে, বাঙালিরা হয়ে উঠল কুলীন ও ইতর !
উৎপাদক শ্রমজীবী ইতর।
শ্রমজীবীর উৎপাদন আত্মসাৎকারীরা হল উচ্চবর্ণের কুলীন !
বর্ণ হিসাবে কুলীনদের জন্য বরাদ্দ হল অধ্যয়ন ও লেখাপড়াভিত্তিক সব পেশা।
আর নিম্নবর্ণ বা নিচুজাতের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল শ্রমনির্ভর পেশা !
একসময়ে ইতরজনদের অধ্যয়ন ও লেখাপড়া হয়েছিল নিষিদ্ধ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন