বৈদিক যজ্ঞ
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
বৈদিক যজ্ঞে অগ্নির প্রয়োজন হয় !
একই অগ্নি, তিন জায়গায়, তিন নামে, স্থাপিত হয় !
তিন অগ্নি ঃ
গার্হপত্য
আবহনীয়
ও দক্ষিণাগ্নি।
যজ্ঞশালা নির্মাণ করে, তার তিন দিকে, তিন অগ্নিকে, স্থাপন করা হয় !
পশ্চিম দিকে, অর্থাৎ মক্কার দিকে, বৃত্তাকার স্থানে, গার্হপত্য অগ্নি
পূর্ব দিকে চতুষ্কোণ স্থানে, আবহনীয় অগ্নি
এবং দক্ষিণ দিকে, অর্থবৃত্তাকার স্থানে, দক্ষিণাগ্নিকে স্থাপন করা হয় !
কোন অজানা কারণে, উত্তর দিকে, যজ্ঞের কোন অগ্নি, স্থাপন করা হয় না !
তিন ভিন্ন নামে. তিন দিকের তিন অগ্নি, মূলত এক ; কেবল অবস্থান বিধায় তাদের ভিন্ন নাম !
এইভাবে, বৃত্ত, পরিধি, ব্যাস, অর্ধবৃত্ত, ব্যাসার্ধ, চাপ, বৃত্তের কেন্দ্র, পাই, কোণ, চতুষ্কোণ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র প্রভৃতি জ্যামিতিক বিজ্ঞান, বৈদিক যুগের মানুষেরা, শিখে নেয় ! তাদের দিকদর্শনও হয়ে যায় !
গার্হপত্য অগ্নি গৃহস্থের প্রতিনিধিস্বরূপ। একে গৃহস্থের মঙ্গলের জন্য, সর্বদা প্রজ্বলিত রাখা হয়। এখন দেশলাইয়ের আবির্ভাবের সাথে সাথে, এই প্রথা বস্তুত উঠে গেছে !
আবহনীয় অগ্নিতে এবং দক্ষিণাগ্নিতে, যথাক্রমে, দেবতাদের উদ্দেশ্যে ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে, আহুতি প্রদান করা হয় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন