তত্ত্বজ্ঞান ব্রহ্মজ্ঞান
সত্যি সত্যি
এক চিন্ময় সত্তা ছাড়া
আমাদের অন্য কোন
রূপ বা স্বরূপ নেই !
একেই বলে
'তত্ত্বজ্ঞান' হওয়া
বা 'ব্রহ্মজ্ঞান' হওয়া !
আমরা কেবল ঈশ্বর-জ্ঞানের ছাত্র !
তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হলে
ঈশ্বরের গতিপথের বাঁক ডিঙ্গিয়ে
ঈশ্বরের কাছে এগিয়ে যাওয়ার
একটু চেষ্টা করা যায় মাত্র !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন