আত্মার আটটি গুণ
আত্মার আটটি গুণ !
সকল প্রাণির প্রতি দয়া ! হিন্দু শাস্ত্রের, মত অনুযায়ী, সকল প্রাণিরই আত্মা আছে ! এমন কী উদ্ভিদের ওপরও দয়া ! কারণ, উদ্ভিদেরও প্রাণ আছে ! ( জগদীশচন্দ্র )।
ক্ষমা
অনসূয়া ! হিংসা না করা !
শৌচ ! দেহের বাইরের এবং দেহের ভেতরেরও, পবিত্রতা রক্ষা করা !
অনায়াস ! স্বতঃস্ফূর্ততা !
মঙ্গল
অকৃপণতা ! ( উদারতা )।
অস্পৃহা ! কামনা না থাকা !
এগুলি, আত্মার আটটি গুণ !
তবে আত্মা যদি নির্গুণ হন, তবে সেই আত্মা, 'পরমাত্মা' হয়ে যান !
গুণও গুণ !
নির্গুণও গুণ !
সগুণও গুণ !
গুণ = ধর্ম !
*শ্বেতা ৩৮০।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন