বুধবার, ২২ আগস্ট, ২০১৮

শ্রীকৃষ্ণ পড়েন জ্ঞানবাদিদের মধ্যে


শ্রীকৃষ্ণ পড়েন জ্ঞানবাদিদের মধ্যে



শ্রীকৃষ্ণ পড়েন
জ্ঞানবাদিদের মধ্যে !

সাধারণ জ্ঞানবাদিরা যা
দেখতে পান না
অনন্ত জ্ঞানী শ্রীকৃষ্ণ তা
অনায়াসে দেখেছিলেন !
কাউকে কাউকে তা
দেখিয়েছিলেন !

জ্ঞান
সকলের
আয়ত্তে নয় !

অনেকের পক্ষে জ্ঞানপ্রাপ্তি
অতীব দুঃসাধ্য !

ধর্মের অন্য আরও
পথও
খোলা আছে !

অধিকারী ভেদে
হতে পারে
সে পথ সুসাধ্য !

কিন্তু শাস্ত্রে বলে
জ্ঞান মার্গ
এবং অন্যান্য মার্গ
পরিণামে
সকলই এক !

সনাতন
হিন্দুধর্মের ক্ষেত্রে
তা নিশ্চয় এক !

কিন্তু তা
সকল ধর্মের পক্ষে
হতে পারে না !
সকল ধর্মের ক্ষেত্রে
ওটা প্রযোজ্য নয় !

ষেমন
পৃথিবীর সমস্ত ধর্ম
আদর্শে অনুপ্রেরণায় ধর্মীয় বিশ্বাসে
এক নয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন