শনিবার, ৪ আগস্ট, ২০১৮

নাস্তিক ( দুই )





নাস্তিক ( দুই )







কেউ বলেন তিনি নাস্তিক !

নাস্তিক হলেও কিন্তু

পুনর্জন্মে

বিশ্বাস করতে হয় !



যেমন

ভারতীয় দুটি ধর্ম

জৈনধর্ম ও বৌদ্ধধর্ম !

ওখানেও কিন্তু পুনর্জন্ম আছে !



জৈনধর্ম

ও বৌদ্ধধর্ম

ঐ দুটিও

নাস্তিক ধর্ম !



কিন্তু

ঐ দুটি

ধর্মও

পুনর্জন্ম মানে !



মনে হয়

ঈশ্বর নেই

ওটা একটা

অগভীর চিন্তার রটনা !



ঈশ্বর ছাড়া

কিন্তু

পুনর্জন্ম হয় না !

পুনর্জন্ম হতে পারে না !



মুসলিম ধর্ম

আস্তিক ধর্ম !

তবে স্বাভাবিক ভাবে

ওখানে পুনর্জন্ম নেই !



কিন্তু

জেহাদি মুসলমানদের ক্ষেত্রে

জেহাদে মরলে

ওদের পুনর্জন্ম নিশ্চিত ভাবে আছে !



পুনর্জন্মে

ওরা আবার জন্মায় !

আবার জেহাদি হয়ে মরলে

আবার জন্মপ্রাপ্ত হয় !
Shared publicly






    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন