আট প্রকারের প্রকৃতি
আট প্রকারের প্রকৃতি !
পৃথিবী
জল
অগ্নি
বায়ু
আকাশ
মন
বুদ্ধি
অহংকার।
* সূত্র :
শ্রীনদ্ভগবদ্গীতা ( ৭।৪ )।
পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার-- এই হল অাট ভাগে বিভক্ত অপরা প্রকৃতি ! অপরা প্রকৃতি, জড় প্রকৃতি !
এ ছাড়া, অন্য প্রকৃতি, যাঁর দ্বারা, এই সম্পূর্ণ জগৎ, ধৃত আছে, তাঁকে আমরা, জীবরূপা পরা প্রকৃতি বলে, মানি ! ( ৭।৫ )।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন