বুধবার, ২২ আগস্ট, ২০১৮

স্ক্যানডিনেভিয়ান পুরাণ


স্ক্যানডিনেভিয়ান পুরাণ



স্ক্যানডিনেভিয়ান ( Scandinavian ) পুরাণ।



স্ক্যানডিনেভিয়ান পুরাণে
পাতাল আছে !
স্বর্গ আছে !
মর্ত্য আছে !

অনেকটা
ভারতীয় পুরাণের মতো
আছে !

স্ক্যানডিনেভিয়ান পুরাণে
স্বর্গ মর্ত্য ও পাতালের মধ্যে
সংযোজকস্থাপক
এবং সমগ্র পৃথিবীব্যাপী
ও স্বর্গেরও ঊর্ধ্বে
শাখা-প্রশাখা বিস্তারক
বিরাট-বিশাল অ্যাস-বৃক্ষও আছে !

আমাদের দেশের
বিরাট-বিশাল-বৃদ্ধ
বটবৃক্ষের মতো !

সেই অ্যাসবৃক্ষে
পক্ষী আছে !
পক্ষী থাকলে
পক্ষিণীকেও থাকতে হবে !
তারা বাসাও বাঁধবে !
পক্ষিণী ডিমও পাড়বে !

অ্যাসবৃক্ষ।
A timber-tree.
অ্যাসবৃক্ষে
ভালো
তক্তা পাওয়া যায় !
ভালো খাট বানানো
যায় !

বটবৃক্ষে
আসবাবপত্র বানানো
হয় না !
বানালে
তা ভালো হয় না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন