বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

ধর্ম, ব্রহ্ম ও পরমব্রহ্ম


ধর্ম,  ব্রহ্ম ও পরমব্রহ্ম



ধর্ম,  ব্রহ্ম ও পরমব্রহ্ম !



বিশ্বে
বিশ্ববন্দিত
অনেকগুলি
ধর্ম  আছে !

তাঁদের নিশ্চয়
একজন করে
নিজ নিজ 'ব্রহ্ম'
আছেন !

তাহলে বিশ্বে
ঐরকম কতজন
'ব্রহ্ম' আছেন ?

সমস্ত 'ব্রহ্মের' মধ্যে
কী
কোন
অভ্যন্তরীণ যোগ-সাজুয্য
আছে ?

নাকি তাঁরা
ধর্মের বিভিন্নতা হেতু
একক-একাকী থেকে

আকাশের
আলাদা আলাদা অংশে

আলাদা আলাদা
রাজত্ব কায়েম করে
বাস করছেন ?

কোনদিন তাঁদের কি
একের-অন্যের সাথে
দেখা মিলবে ?

মিলন হবে ?

মিলন হলে
হবে কবে ?


তবে
সকল 'ব্রহ্মের'
উপরে আছেন
একজন পরমব্রহ্ম !

সেটা হিন্দুদের
হিন্দু সভ্যতার অঙ্গ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন