রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

অহং এবং বিবেক


অহং এবং বিবেক


আমাদের
অহং-এর ভাব
এবং আমাদের
অহং-এর অভাব
এই দুটোর
পরিণত অবস্থাতে
পরিস্ফুট হয়
আমাদের পরিপূর্ণ বিবেক !

প্রথম অবস্থায়
পরিস্ফুট হয়
অসৎ বিবেক !
আর দ্বিতীয় অবস্থায়
পরিস্ফুট হয়
যথার্থ সৎ বিবেক !

অহং-এর ভাব
দূর হলে
অহং-এর
অবিদ্যমানতা
এসে যায় !
অহং-এর ভাব
থেকে গেলে
বিবেক-এর সৎইচ্ছা
প্রতিহত করে !

আমাদের মনের
এবং চিন্তার
জড়তা দূর হলে
সেই সময় থেকে
আমাদের চৈতন্য
বুদ্ধি
বোধ সব
কেবল সৎ বিবেক-এ
পরিণত হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন