রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

শিউলি ফুল ২


শিউলি ফুল ২



 




শিউলি ফুল ২


শরতের সন্ধ্যায় শিউলি গাছে শিউলি ফুল ফোটা শুরু হয়। সারারাত ধরে শিউলি ফুলের কুঁড়ি একটু একটু
তার পাপড়ি খুলতে থাকে। ভোরে শিউলি ফুল তার পূর্ণতা পায়। সন্ধ্যার পর থেকেই শিউলি গাছের চারধারের বাতাস,  মধুর শিউলি ফুলের গন্ধে ম-ম করে। ভোরে সূর্যের আলোর আভায়, শিউলি ফুল প্রায় নিঃশব্দে, ঝরে পড়তে শুরু করে।
শিউলি ফুল সাধারণত,  হেমন্ত ঋতু পর্যন্ত থাকে।

শিউলি ফুলের অন্যান্য নাম

শেফালি
শেফালিকা
পারিজাত
রাগাপুষ্পি
নিশিপুষ্পিকা

ওড়িয়া ভাষায় নাম : গঙ্গা শিউলি

ইংরেজিতে
Night-flowering Jasmine
Coral Jasmine

শিউলি ফুলের গাছ, ফুল সমেত,  সমুদ্রমন্থনের সময়, সমুদ্র থেকে উঠে আসে।
শিউলি ফুলের শুভ্র দেহ,  গৌরিক বোঁটা,  নয়নাভিরাম সৌন্দর্য  আর দারুণ গন্ধে মাতোয়ারা হয়ে,  দেবরাজ ইন্দ্র,  শিউলি গাছটির দখল নেন,  এবং সমুদ্রমন্থন থেকে প্রাপ্ত,  ঐরাবত-এর পিঠে চাপিয়ে, গাছটি স্বর্গে নিয়ে যান।

শিউলি স্বর্গের পারিজাত। পারিজাত অজস্র ফোটে। গন্ধে ম-ম হয়ে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে স্বর্গের পারিজাত গাছে ফল আসে না !

সেইজন্য, শ্রীকৃষ্ণ, পুরো পারিজাত গাছটিই,  অন্যতম পাটরানি,  সত্যভামার অনুরোধে,  শিকড়শুদ্ধু উপড়ে তুলে, গরুড়-এর পিঠে চাপিয়ে,   দ্বারকায় নিয়ে এসেছিলেন। সারা রাস্তাটা, সত্যভামা, পারিজাত গাছটা, দুহাতে অাঁকড়ে ধরে রেখেছিলেন, যাতে হাত ফস্কে গাছটি পড়ে না যায়।


প্রতিটি শিউলি ফুলের, সাধারণত, পাঁচ থেকে আটটি শ্বেতশুভ্র পাঁপড়ি থাকে।
পুষ্পের অভ্যন্তরের কেন্দ্র, কমলা রঙের।
ফুলগুলো দলবদ্ধভাবে,  একসাথে,  দুই থেকে সাতটি ফুলের,  গুচ্ছ হিসাবে থাকে।

শিউলির ফল সবুজ-বাদামি রঙের,  হৃৎপিণ্ডের মতন দেখতে,  তবে ক্ষুদ্র আকারবিশিষ্ট এবং কিছুটা গোলাকার।
প্রতিটি ফলের দুইটি ভাগ থাকে। প্রতিটি অংশে একটি করে শিউলির বীজ থাকে।

শ্রীকৃষ্ণের আটজন পাটরানি। তাদের মধ্যে সত্যভামা আর রুক্মিণী প্রধানা। গাছটা লাগানো হয়েছিল সত্যভামার বাগানে। পাশেই রুক্মিণীর বাগান। সুগন্ধি পারিজাতশিউলি ফুল, দুই বাগানেই ঝরে পড়ত। তাতে দুই রানিরই মনের আনন্দ বাড়ত।

দুই রানিই,  ফুলগুলো কুড়িয়ে,  ফুলের বোঁটাগুলো ছাড়িয়ে,  বোঁটাগুলো রোদে শুখিয়ে,  গুঁড়িয়ে, উষ্ণ গরম জল মিশিয়ে, দারুণ সুন্দর হলুদ রঙ বানাতেন। ওটা ছিল ওঁদের দুজনের খেলা !

সেই রঙ দিয়ে তাঁরা, তাঁদের কাঁচুলি রাঙাতেন !

শ্রীকৃষ্ণ, দুজনকেই, তাঁদের সুন্দর সুন্দর কাঁচুলির জন্য,  তারিফ করতেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন