রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

বেদমন্ত্রের স্রষ্টা


বেদমন্ত্রের স্রষ্টা




ঋষিরা বেদমন্ত্রের স্রষ্টা !
ঋষিরা সত্যবাক্। সত্যনিষ্ঠ। বিচক্ষণ।
বেদমন্ত্রের স্রষ্টা, অতি প্রাচীন ঋষিরা, যাঁরা কিনা, প্রথম জমানার ঋষি

১। কুৎস
২। অত্রি
৩। রেভ
৪। অগস্ত্য
৫। কুশিক
৬। বশিষ্ট
৭। ব্যশ্ব

ঋষিরা বেদমন্ত্রের স্রষ্টা । ঋষিরা সত্যবাক্। সত্যনিষ্ঠ ! বিচক্ষণ।
বেদমন্ত্রের স্রষ্টা, প্রাচীন ঋষিরা, যাঁরা কিনা, দ্বিতীয় জমানার ঋষি

১। মরীচি
২। অত্রি
৩। অঙ্গিরা
৪। পুলস্ত্য
৫। পুলহ
৬। ক্রতু
৭। বশিষ্ঠ

অত্রি এবং বশিষ্ঠ প্রথম জমানার ঋষি।
অত্রি এবং বশিষ্ঠ দ্বিতীয় জমানারও ঋষি !

সম্ভবত, প্রথম জমানার বেদমন্ত্রের স্রষ্টা হয়ে, ঋষি অত্রির এবং ঋষি বশিষ্ঠর, পরমায়ু বেড়েছিল বেশ বেশি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন