আধিব্যাধি
আধি।
মানসিক পীড়া। দুশ্চিন্তা।
অনেক সময় আধির চেয়ে ব্যাধি বড় হয়।
ব্যাধি।
রোগ। পীড়া।
দৈহিক অপটুতাও ব্যাধি।
ব্যাধিত। ব্যাধিগ্রস্থ। রোগে আক্রান্ত।
কখনও ব্যাধির চেয়ে আধি হয় বড়।
তাই বলি, আধি এবং ব্যাধি, দুটোকেই, 'সমূলে' বিনাশ করতে, চেষ্টা করুন !
আধিব্যাধি।
মানসিক পীড়া, দুশ্চিন্তা, ও দৈহিক পীড়া, যুগপৎ, একই সময়ে, একই সাথে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন