সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের ওষুধ


পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের ওষুধ



পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে  CIPROFLOXACIN TABLETS 500mg Strength-এর যে ওষুধ supply করা হচ্ছে,  strip-এর গায়ে লেখা, " Each film coated tablet... "
কিন্তু বাস্তবে  tabletগুলো  film coated  নয় !
Tabletগুলো  'হক্কো'  তেতো ! খাওয়া যায় না !
সম্ভবত কোনো  Coatingই নেই !

যাঁরা  Drug Procurement-এ আছেন, বা, যাঁরা Drug Approval   করেন, তাঁরা এই ব্যাপারটায় নজর দিন !

Tabletগুলো,  Made in India by  BEWELL LABS.  PVT.  LTD,  Rabindranagar,  P.O. Laskarpur, Dist.- 24 Parganas (s),  West Bengal  700 153.

ওষুধটি কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের গুণমানের যাচাই-এর ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করে দেখা হক !

যদি দেখা যায় ঐ কোম্পানিটি অসৎ,  তবে  কোম্পানিটির বিরুদ্ধে উপযুক্ত আইনি এবং  প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হক !

প্রয়োজনে কোম্পানিটিকে  Black Listed করা হক !


B.No.CPL-64 MFD. 12/16
EXP. 11/19 CMS(H)CAT
No. 11.05(a)/P-1(a)
W.B. GOVT. SUPPLY.
NOT FOR SALE.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন